আজকাল ওয়েবডেস্ক : শীত এলেই রাজধানী ঢেকে যায় গভীর বায়ু দূষণের কবলে। এবারেও তার ব্যাতিক্রমী অবস্থা নয়। শীতের আমেজ পড়তে না পড়তে দিল্লি মুখ ঢেকেছে বায়ু দূষণের জালে। 

 

আর মাত্র সপ্তাহ দু’য়েক প্রধান বিচারপতির পদে থাকবেন তিনি৷ তার পরই অবসরের পালা৷ ১০ নভেম্বর সুপ্রিম কোর্টের চৌহদ্দি ছাড়ার আগেই বহু দিনের পুরোনো মর্নিং ওয়াকের অভ্যেস ছাড়তে বাধ্য হলেন সিজেআই ডিওয়াই চন্দ্রচূড়৷ আর তার কারণ—দিল্লি দূষণ৷

 

শ্বাসকষ্টের সমস্যায় প্রায়ই ভুগতে হয় প্রধান বিচারপতিকে। তবু প্রতিদিন ভোর চারটে থেকে সওয়া চারটের মধ্যে প্রাতর্ভ্রমণ করতে বের হতেন প্রধান বিচারপতি। কিন্তু সেই অভ্যেসে ছেদ পড়ল ক্রমবর্ধমান দূষণের কারণে৷ প্রধান বিচারপতির মন্তব্য, ‘দিল্লির দূষণের জন্য শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়তে পারে৷ আমার স্বাস্থ্যের কথা ভেবেই চিকিত্‍সকরা আমাকে প্রাতর্ভ্রমণে যেতে বারণ করেছেন৷ ফলে আমাকে বাড়িতেই থাকতে হচ্ছে৷’

 

বহু বছর ধরে সকালে ভ্রমণ করার অভ্যাস রয়েছে প্রধান বিচারপতির। তবে দিল্লির দূষণ হার মানল তাকেও। সুপ্রিম কোর্ট ইতিমধ্যে দূষণ নিয়ে বেশ কয়েকটি নির্দেশ জারি করেছে। কিন্তু সেই সব থেকে গিয়েছে খাতায় কলমে। দূষণ যেখানে থাকার সেখানে আছে।