আজকাল ওয়েবডেস্ক: সংবিধানের ৭৫ বছর পূর্তি উপলক্ষে সংসদে ডিবেটে দীর্ঘ সময় বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর বক্তব্যের বেশিরভাগ জুড়ে ছিল গান্ধী পরিবারের বিরুদ্ধে তীব্র উষ্মা প্রকাশ। কংগ্রেসের শাসনকালে সংবিধানের মানহানি এবং গান্ধী পরিবারের ভূমিকা নিয়ে এদিন ফের ক্ষোভ উগরে দেন তিনি।
শনিবার প্রধানমন্ত্রী বলেন, 'সংবিধানকে আক্রমণ করতে কোনও সুযোগ ছাড়েনি কংগ্রেসের একটি পরিবার। ওই একটি পরিবারের খারাপ চিন্তাধারা এবং নীতিই সংবিধানের মান নিয়ে ছিনিমিনি খেলেছে। সংবিধান পরিবর্তন করা তাদের অভ্যাস ছিল। সংবিধানের উপর বারবার আঘাত হানত তারা। তাদের সময়কালে ৭৫বার সংবিধান পরিবর্তন করা হয়েছে।'
মোদির কথায়, 'সংবিধানের ২৫ বছর পূর্তির সময় দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। সংবিধানের ২৫ বছর পূর্তিতে ভারতীয় সংবিধান ছিঁড়ে ফেলা হয়েছিল। জরুরি অবস্থা জারি করে দেশের জনগণের সমস্ত সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। জরুরি অবস্থার কালো দাগ কংগ্রেস কখনও মুছে ফেলতে পারবে না। সংবিধান বদল করার বীজ বপন করেছিলেন জওহরলাল নেহরু। সেটাই অনুসরণ করেছিলেন ইন্দিরা গান্ধী।'
বক্তব্যের মাঝে প্রধানমন্ত্রী আরও বলেন, 'দেশকে আরও ঐক্যবদ্ধ করতে হবে। আর্টিক্যাল ৩৭০ দেশের একতায় বাধা ছিল, দেওয়াল হয়েছিল। তাই আর্টিক্যাল ৩৭০কে সরানো হয়েছে।'
