অরিন্দম মুখার্জি : হঠাৎ আকাশ পথে হারাল বিমান। মঙ্গলবার দুপুর একটার সময় জামশেদপুরে সোনারি বিমানবন্দর থেকে একটি প্রশিক্ষণপ্রাপ্ত বিমান আকাশে প্রশিক্ষণ দেওয়ার জন্য ওড়ে। তার সঙ্গে ছিল একজন পাইলট এবং একজন শিক্ষার্থী। কিন্তু কিছুক্ষণ ওড়ার পরেই দেখা যায় দুপুর ১ টা ১৫ মিনিটের পর থেকে আর জামশেদপুর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ রাখতে পারেনি তারা।
প্রশিক্ষণপ্রাপ্ত এই বিমান ছিল অ্যালকেমিস্ট এভিয়েশনের কিন্তু তারপরে আকাশপথে বিমানটি কোথায় চলে যায় কেউ খবর রাখতে পারেনি। দেখা যায় এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে যোগাযোগ করা যাচ্ছে না এই প্রশিক্ষণপ্রাপ্ত বিমানের। তখন এয়ার ট্রাফিক কন্ট্রোল উদ্বিগ্ন হয়ে জেলা প্রশাসনকে জানায়। জামশেদপুর জেলা প্রশাসন তখন ঝাড়খণ্ডের জেলা প্রশাসনকে জানায়।
প্রশাসন তারপর ঝাড়খণ্ডের চান্ডিল ড্যামে এনডিআরএফ নামায়। কিন্তু চান্ডিল ড্যামে তল্লাশি চালাবার পরেও খোঁজ মেলেনি বিমানটির । তারপর ঝাড়খন্ড প্রশাসন তৎপর হয়ে নৌবাহিনী দলকে ডাকে। তার কারণ চান্ডিল ড্যামের বর্ষার কারণে জলস্তর প্রচন্ডভাবে বৃদ্ধি পেয়েছে। তার জন্য এনডিআরএফ টিম জলের নিচে যেতে পারেনি। ঘটনার জেরে চান্ডিল এস ডি এম শুভ্রা রানী ঝাড়খন্ড সরকারকে বলে নৌ বাহিনীর ডুবুরিদের ডাকে। বুধবার পর্যন্ত এনডিআরএফ টিম কাউকে খুঁজে না পেয়ে তারা বাধ্য হয়ে প্রশাসনকে জানায় জলস্তর এত গভীর চান্ডিল ড্যামের সেখানে খুঁজে নিতে সমস্যা হচ্ছে। এরপর ঝাড়খন্ড সরকার নৌবাহিনীর ডুবুরিদের ডাকে এবং তাঁরা এসে পৌঁছেছে।
কাল জলে নেমে নিচে গিয়ে খুঁজবে কেউ চান্ডিলে ডুবে গেছে কিনা। কিন্তু এস ডি এম শুভ্রা রানীর কথায় যেটা জানা গিয়েছে চান্ডিলে জুতো পাওয়া গিয়েছে। কিন্তু জুতো পাইলট বা যারা শিক্ষার্থীদের কিনা বুঝতে পারা যায়নি । সেই কারণে আগামীকাল সকাল বেলায় সূর্যের আলো ফোটার পর থেকে নৌবাহিনী জলে নামবে এবং ফের খোঁজ করবে।
