আজকাল ওয়েবডেস্ক: এ বার পেট্রোল ডিজেলে আসতে চলেছে জিএসটি? পণ্য ও পরিষেবা করের আওতায় এই অপরিশোধিত তেলকে আনার বিষয় নিয়ে ভেবে দেখার কথা রাজ্যগুলিকে জানিয়েছেন, কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি। এতদিন পর্যন্ত জিএসটির আওতাভুক্ত ছিল না এই দুটি জিনিস।
পুরি শুক্রবার পুনে ইন্টারন্যাশনাল সেন্টারের ১৪ তম প্রতিষ্ঠা দিবসে এক বক্তৃতায় বলেছেন, এই দুটি পণ্যের ক্ষেত্রে জিএসটি লাগু করার বিষয়ে ঐক্যমত গড়ে তুলতে হবে। বক্তৃতার বিষয় ছিল, আসন্ন দশকে ভারতের শক্তি সুরক্ষা বাড়ানোর জন্য কৌশল এবং ব্যবস্থা। সেখানেই তিনি বলেন, এই দুটি বিষয়ে জিএসটি লাগু করার দাবি তিনি বহুদিন ধরেই বলে আসছেন। এখন সময় এসেছে ভেবে দেখার। ভারতকে কৌশলগতভাবে পেট্রোলিয়াম রিজার্ভের ওপর ফোকাস করতে হবে। দেখতে হবে যাতে আমদানি করা জ্বালানির উপর অতিরিক্ত নির্ভরতা কমে।
বক্তৃতা দিতে গিয়ে বলেন, সব রাজ্যগুলিকে একমত হতে হবে। পেট্রোল এবং ডিজেল প্রতি রাজ্যের ক্ষেত্রেই রাজস্ব উৎপাদক হিসেবে বড় ভূমিকা রাখে। এরপরই তিনি বলেন মদ এবং এই শক্তি প্রধান উৎস রাজস্বের ক্ষেত্রে। তাই এখানে জিএসটি লাগু করা উচিত। এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, এর আগে কেরালা জিএসটি কাউন্সিলকে সে রাজ্যের হাইকোর্ট ইতিমধ্যেই এই বিষয়টি তাদের এজেন্ডায় নেওয়া নিয়ে ভাবতে বলেছিল। কিন্তু সে রাজ্যের অর্থমন্ত্রী তাতে রাজি হননি।
তিনি বলেন, যে অবিজেপি রাজ্যগুলি অতিরিক্ত ভ্যাট ছাড়তে রাজি নয়। এ নিয়ে আর আগে এলাহাবাদেও একটি বৈঠক করা হয়। জিএসটি কাউন্সিল ঐকমত্য এবং ঐক্যমতের নীতিতে কাজ করে তাই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের একমত হতে হবে তবেই সম্ভব জিএসটি চালু করা। বর্তমান পরিস্থিতিতে, বিজেপি শাসিত রাজ্যগুলি তাদের ভ্যাট কমিয়েছে কিন্তু অ-বিজেপি রাজ্যগুলি ভ্যাট বর্জন করতেও রাজি নয়৷ এখানেই দরকার ঐক্যমত, দাবি মন্ত্রীর।
বিশ্বব্যাপী তেলের বাজার সম্পর্কে, তিনি এ দিনের বৈঠকে উল্লেখ করেন, বিশ্বব্যাপী তেলের কোনও ঘাটতি নেই, তবে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা তেলের দাম বাড়াতে পারে।
আলাপ আলোচনার মাধ্যমে সমাধান বেরোলে খুব শ্রীঘ্রই চালু করতে পারেন পেট্রোল ডিজেলে জিএসটি, এমনটাই উঠে এল হরদীপ সিং পুরির এদিনের বক্তৃতায়।
