আজকাল ওয়েবডেস্কঃ হনুমান চাল্লিশা কানে আসতেই চাঙ্গা সারমেয়। পোষ্য-এর মন ঠিক করতে এই টোটকাই কাজে লাগালেন মালিক। ভাইরাল ভিডিও’র এই দৃশ্য নজর কেড়েছে নেটপাড়ায়।
ঘরের এক কোনে গুটিয়ে ছিল পোষ্য। সারমেয়টির চোখমুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল, কোনও কারণে মনমরা হয়ে রয়েছে সে। হয়তো পোষ্যকে এমন অবস্থায় দেখতে চাননি মালিক। তাই কুকুরটির মন ভাল করতে ওই ব্যক্তি টিভিতে গানের ভিডিও চালিয়ে দিলেন। তাও কিছুতেই ওই চারপেয়েটির মন ভাল হয় না।পরপর দুটি গান চলার পরও ঝিমিয়ে থাকে সে। এরপর ওই ব্যক্তি হনুমান চাল্লিশা চালিয়ে দেন। তাতেই যেন নিমিষে তরতাজা হয়ে উঠে কুকুরটি। সেইসময় শুয়ে থাকা অবস্থা থেকে আচমকাই উঠে বসে পড়ে ওই কুকুরটি। এমনকি ডাকডাকি করতেও শুরু করে কুকুরটি।
ইতিমধ্যেই এই দৃশ্যের ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। লাইক কমেন্টের ঝড় বয়ে গিয়েছে ভিডিওটিতে। এক লক্ষ্যের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। এখনও অবধি বেড়েই চলেছে লাইক ভিউয়ের সংখ্যা। কুকুরের এই ভক্তি নজির গড়েছে নেট।
