আজকাল ওয়েবডেস্ক: বর্ষবরণে রেকর্ড কন্ডোম বিক্রি হয়েছিল দেশজুড়ে। তথ্য বলছে, একদিনেই এক লক্ষ কন্ডোম বিক্রি হয়েছে একটি অ্যাপ থেকে। কিন্তু সার্বিক পরিসংখ্যান অনুযায়ী, দেশজুড়ে কমছে কন্ডোম বিক্রির হার। সচেতনতার বার্তা ছড়ানোর পরেও, কন্ডোম ছাড়াই যৌনতায় লিপ্ত হওয়ার চল ফের বাড়ছে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই তথ্য প্রকাশ্যে এনেছে।
হু জানিয়েছে, ভারতে কন্ডোম ব্যবহারের হার উল্লেখযোগ্যভাবে কমছে। ২০২১-২০২২ সালে ন্যাশনাল ফ্যামিলি হেল্থ ডিপার্টমেন্টের তরফে একটি সার্ভে করে দেখা গিয়েছে, দেশের মধ্যে সবচেয়ে বেশি কন্ডোম বিক্রি হয় দাদরা ও নগর হাভেলিতে। ১০ হাজার যুগলের মধ্যে ৯৯৩ যুগল যৌনতার সময় কন্ডোম ব্যবহার করে। দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। এই রাজ্যে প্রতি ১০ হাজার যুগলের মধ্যে ৯৭৮ জন কন্ডোম ব্যবহার করেন।
গবেষণা করে দেখা গিয়েছে, এখনও ভারতের ছয় শতাংশ মানুষ জানেন না, কন্ডোম কী। এখনও পর্যন্ত বছরে সবচেয়ে বেশি কন্ডোম ব্যবহারের রেকর্ড রয়েছে উত্তরপ্রদেশে। বছরে গড়ে ৫.৩ কোটি কন্ডোম বিক্রি হয় এই রাজ্যে। সার্ভেতে এও দেখা গিয়েছে, পুদুচেরি, গুজরাট, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, হিমাচল প্রদেশ, রাজস্থানে উল্লেখযোগ্যভাবে কমেছে কন্ডোম ব্যবহারের চল।
