আজকাল ওয়েবডেস্ক: দিব্যি চলছিল ট্রেন। হটাৎই ছন্দপতন। ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা। একটি এক্সপ্রেস ট্রেন দু'ভাগে ভাগ হয়ে গেল! যা দেখে যাত্রীদের আত্মারাম খাঁচা। এ কি কাণ্ড, প্রবল উৎকণ্ঠায় তখন ঈশ্বরের নাম জপতে শুরু করে দিয়েছেন যাত্রীরা। তবে, কোনও বড় ক্ষয়ক্ষতি হয়নি। পরে, রেলকর্মীরা এসে ট্রেনের দু'টি অংশ জুড়ে দেন।
পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় (ডিডিইউ) জংশনের কাছে সোমবার উত্তরপ্রদেশের চান্দৌলিতে ওড়িশাগামী নন্দন কানন এক্সপ্রেসের দু'টি কামরার সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার ঘটনা ঘটে। পরে, ট্রেনের দু'টি বগি সংযুক্ত করার জন্য একটি চেইন এবং হুক ব্যবস্থার প্রয়োগ ঘটানো হয়।
দুর্ঘটনার সময় এক্সপ্রেস ট্রেনটি ৩ ঘন্টারও বেশি দেরিতে দিল্লি থেকে পুরী যাচ্ছিল।
Chandauli, Uttar Pradesh: The coupling of the Nandan Kanan Express broke near the Pandit Deen Dayal Upadhyaya (DDU) Junction, splitting it into two parts.
— OTV (@otvnews)
Station Manager SK Singh says, "...The train is being prepared...All the passengers are safe"#NandanKananExpress
ANI pic.twitter.com/2WbZrDaidWTweet by @otvnews
পরে রেল কর্মীরা এসে, এস৪ এবং এস৫ দু'টি বগিকে ডিডিইউ জংশনে আনা হয় এবং যাত্রীদের অন্য একটি বগিতে স্থানান্তর করা হয়। একজন যাত্রী বলেন, "আমরা ভেবেছিলাম বড় কোনও দুর্ঘটনা ঘটেছে। ভাগ্যক্রমে ট্রেনের গতি কম ছিল তাই কেউ আহত হয়নি।"
চার ঘন্টারও বেশি সময় ধরে এক্সপ্রেস ট্রেনের বগি দু'টি ঠিক করা হয়।
গত বছর, বিহারের বারাউনি জংশনে ট্রেনের সংযোগ বিচ্ছিন্ন করার সময় একটি ট্রেনের ইঞ্জিন এবং একটি কামরার মধ্যে পিষ্ট হয়ে একজন রেলকর্মীর মৃত্যু হয়েছিল। ৯ নভেম্বরের ঘটনাটি রেল কর্মীদের মধ্যে "ভুল যোগাযোগের" কারণে ঘটেছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছিলেন।
