আজকাল ওয়েবডেস্ক: ভারতকে আক্রমণ করার জন্য বেসামরিক বিমানকে ঢাল করার মরিয়া চেষ্টা করেছিল পাকিস্তান। নিজেদের আকাশসীমায় তারা যাত্রীবাহী বিমান উড়তে দিয়েছিল। এইভাবেই আড়ালে থেকে বৃহস্পতিবার রাতে পাকিস্তান বার বার ভারতের আকাশসীমা লঙ্ঘন করার চেষ্টা করে। ড্রোন হামলার সময় ফ্লাইট-ট্র্যাকিং ডেটার একটি প্রিন্টআউট ধরে কর্নেল সোফিয়া কুরেশি শুক্রবার পাক নির্লজ্জতা তুলে ধরেছেন। 

পাক হামলা ও ভারতের জবাব সংক্রান্ত বিষয়ে তুলে ধরতে শুক্রবার সাংবাদিক বৈঠকে করেন কর্নেল সোফিয়া কুরেশি এবং ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিং।

মিডিয়া ব্রিফিংয়ে ভারতীয় নৌসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিং জানিয়েছেন, জম্মু-কাশ্মীর, শুরু করে পাঞ্জাব, গুজরাট, রাজস্থানের বিস্তীর্ণ এলাকায় হামলার ছক করেছিল পাকিস্তান। যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পর যাত্রীদের সুরক্ষার জন্য ভারতের দিকের আকাশসীমা কয়েক ঘণ্টা বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু পাকিস্তান সেটা করেনি। ড্রোন হামলার সময়ও দেখা গিয়েছে, করাচি এবং লাহোরের মধ্যে বিমান চলাচল করেছে। শুধু তাই নয়, দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলে (পাকিস্তানের আকাশসীমা দিয়ে) একাধিক আন্তর্জাতিক বিমানও চলাচল করেছিল সেই সময়ে। 

 

?ref_src=twsrc%5Etfw">May 9, 2025

ভারতীয় বায়ু সেনার কর্নেল সোফিয়া কুরেশির মতে, গোপন ভারতের নানা তথ্য হাতানোর ছক ছিল পাকিস্তানের। তার জন্যই এই হামলার পরিকল্পনা ছিল। তবে তাঁর দাবি, সবকটি পাক ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে এবং তা ফরেন্সিকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। 

ভারত সরকারের দাবি, অসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিমান বাহিনী 'যথেষ্ট সংযম' দেখিয়েছে।