আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ জিজ্ঞাসাবাদে অবশেষে বড়সড় স্বীকারোক্তি পাক-চর ইউটিউবার জ্যোতি মালহোত্রার। অবশেষে তদন্তকারীদের জানিয়ে দিলেন, তিনি দেশ-বিরোধী একাধিক তথ্য পাকিস্তানে পাচার করেছেন। পাকিস্তানের আইএসআই-এর একাধিক এজেন্টের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ছিল বলেও জানিয়েছেন জ্যোতি।
একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, তদন্তকারীদের জ্যোতি জানিয়েছেন, 'আমার একটি ইউটিউব আছে, নাম 'ট্রাভেল উইথ জো'। আমার পাসপোর্ট আছে। ২০২৩ সালে পাকিস্তান ভ্রমণের জন্য ভিসার আবেদন করতে দিল্লিতে পাকিস্তান হাইকমিশনে গিয়েছিলাম। সেখানেই আহসান-উর-রহিম ওরফে দানিশের সঙ্গে আলাপ হয়েছিল। তখনই আমাদের মধ্যে ফোন নম্বর আদানপ্রদান হয়। তারপরেই নিয়মিত যোগাযোগ শুরু।'
এরপর পাকিস্তানে দু'বার গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে দানিশের পরিচিত, আইএসআই এজেন্ট আলি হাসানের সঙ্গে তাঁর আলাপ হয়। জ্যোতি আরও জানিয়েছেন, 'আলি হাসান পাকিস্তানে আমার থাকার ও ঘোরার সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন। আলিই পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ও ইতালিয় আধিকারিকদের সঙ্গে আলাপ করিয়েছিলেন। সেখানেই শাকির ও রানা শাহবাজের সঙ্গে আমার পরিচয় হয়। শাকিরের ফোন নম্বর নিয়ে, জাট রানধাওয়া নামে সেভ করেছিলাম। যাতে কেউ সন্দেহ না করেন। তারপর ভারতে ফিরে আসি।'
তদন্তকারীদের জ্যোতি এও জানিয়েছেন, 'ফোন নম্বর নেওয়ার পর সকলের সঙ্গে সমাজমাধ্যমে যোগাযোগ ছিল। হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট, টেলিগ্রাম মারফত দেশ-বিরোধী তথ্য একাধিকবার পাচার করেছি। তার মধ্যেই দিল্লিতে পাকিস্তান হাইকমিশনে দানিশের সঙ্গে একাধিকবার দেখা হয়েছে।'
