আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তানের মধ্যে এখন চড়ছে পারদ। তারই মধ্যে পাকিস্তানের একটি সিদ্ধান্তে খানিকটা হলেও সমস্যায় পড়েছে ভারতীয় বিমান সংস্থাগুলি। পহেলগাঁওতে জঙ্গি হামলার পরই পাকিস্তানের আকাশ আর ব্যবহার করতে পারছে না ভারতীয় বিমান। সেইমতো নির্দেশিকা জারি করেছে পাক সরকার।
ভারতের প্রথম সারির বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া, ইন্ডিগোতে বিমানযাত্রার খরচ বাড়ছে। এই সংস্থাগুলির সবথেকে বেশি মাথাব্যাথা হয়েছে জ্বালানির খরচ। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে প্রতিদিনই বাড়ছে জ্বালানির খরচ। যেভাবে তাদের ঘুরপথে বিভিন্ন দেশে যেতে হচ্ছে তারফলেই এই সমস্যা তৈরি হয়েছে।
পহেলগাঁওতে যে ২৬ জন নীরিহ মানুষকে জঙ্গিরা নির্মমভাবে হত্যা করেছে সেজন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত। পাকিস্তান এই ঘটনার দায় এড়িয়ে গেলেও জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার শাখা সংগঠন এর দায় নিয়েছে। এরপর থেকেই ধীরে ধীরে উত্তপ্ত হয়েছে দুই দেশের পরিস্থিতি। ভারতের বেশ কয়েকটি কড়া পদক্ষেপের পরই পাকিস্তান তাদের আকাশসীমা ভারতের বিমানের জন্য বন্ধ করে দিয়েছে।
পাকিস্তান এই নিষেধাজ্ঞা অন্য দেশের ক্ষেত্রে করেনি। ভারত থেকে যে বিমানগুলি নিউইয়র্ক, দুবাই এবং আজারবাইজান যায় সেগুলি এখন অনেকটা ঘুরপথে যাচ্ছে। ফলে সেখান থেকে বাড়ছে জ্বালানির খরচ। এই তালিকায় সবথেকে বেশি সমস্যার সামনে পড়েছে নিউ দিল্লি বিমানবন্দর। সেখান থেকেই ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং উত্তর আমেরিকার বিমানগুলি চলাচল করে। এই সমস্ত উড়ানের ক্ষেত্রেই তৈরি হয়েছে সমস্যা।
ভারতের প্রথম সারির বিমানগুলিকে এখন নতুন করে বিমানের সময়সীমা তৈরি করতে হয়েছে। সেখানে কতটা সময় বাড়তি লাগবে বা কতটা বেশি জ্বালানি খরচ হবে তা নিয়ে তারা চিন্তিত। উদাহরণ হিসেবে বলা যায় যে বিমানটি এতদিন দিল্লি থেকে বাকু যেত ৫ ঘন্টা ৫ মিনিটে। সেটি এখন ৫ ঘন্টা ৪৩ মিনিট সময় নিয়েছে। পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধ করার ফলে ২০১৯ সালেও ভারতের বিমান সংস্থাগুলি মোটা টাকা লোকসানের মুখে পড়েছিল।
