আজকাল ওয়েবডেস্ক: অবিবাহিত যুগলদের জন্য খারাপ খবর। একান্তে ঘনিষ্ঠ সময় কাটাতে তাঁদের সেরা ঠিকানা ছিল 'ওয়ো'র হোটেল। কিন্তু আর সহজে তাঁদের ঘর দেবে না সংস্থা। হোটেলে জায়গা দেওয়ার নিয়মে বদল এনেছে এই সংস্থা। নতুন বছরে একটি নির্দেশ জারি করে ওয়োর তরফ থেকে জানানো হয়েছে, অবিবাহিত প্রেমিক-প্রেমিকদের হোটেলে থাকতে হলে সম্পর্কের প্রমাণ দাখিল করতে হবে। উত্তরপ্রদেশের মিরাঠ এই নির্দেশিক প্রথম জারি করা হয়েছে।
ওয়ো বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি নাগরিক সমাজের বিভিন্ন প্রতিক্রিয়ার প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত। বিশেষত, মিরাঠ থেকে এমন আবেদন অনেক এসেছে। তা ছাড়া অন্যান্য শহর থেকেও এমন অনেক আবেদন আসছে। সকলেই চাইছেন অবিবাহিত যুগলদের হোটেলে থাকার বিষয়ে নিষেধাজ্ঞা আনা হোক। এমন সমস্ত আবেদন খতিয়ে দেখার পরে নতুন সিদ্ধান্ত নিয়েছে ওয়ো। সংস্থার দাবি, পরিবার থেকে ছাত্রছাত্রী, ব্যবসায়ী থেকে একক ভ্রমণকারী— সকলেই হোটেলে থাকার বিষয়ে যাতে একই রকম নিরাপত্তা পান, সে দিকে নজর রেখে বিভিন্ন পদক্ষেপ করা হচ্ছে।
সামাজিক পরিচিতি, স্থানীয়দের দিয়ে প্রভাব খাটিয়েও কোনও অবিবাহিত যুগল যাতে হোটেলে ‘চেক-ইন’ করতে না পারেন, তার জন্য হোটেল কর্তৃপক্ষকে খেয়াল রাখতে বলা হয়েছে। আপাতত মিরাঠে চালু হলেও ধীরে ধীরে দেশের অন্যান্য শহরেও এই নিয়ম চালু করা হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফ থেকে।
২০১৩ সালে ওয়ো প্রতিষ্ঠা করেন রীতেশ আগরওয়াল। কয়েক বছরের মধ্যেই সাফল্য পায় তাঁর সংস্থা। এর অন্যতম কারণ, অবিবাহিত যুগলদের হোটেলে থাকার ছাড়পত্র। প্রতিযোগীদের তুলনায় সস্তায় হোটেলের ঘর ভাড়া দিয়ে থাকে ওয়ো। এর ফলে অনেকের কাছেই বেশ পছন্দের।
