আজকাল ওয়েবডেস্ক: গুজরাটের প্রভাবশালী দৈনিক গুজরাট সমাচার-এর সহ-মালিক বহুবলি শাহকে বৃহস্পতিবার রাতে আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এর আগে আয়কর দপ্তর শাহ পরিবারের বিভিন্ন সম্পত্তিতে তল্লাশি চালায়।

তল্লাশির পরপরই সরকারের পক্ষ থেকে গুজরাত সমাচার-এর এক্স  অ্যাকাউন্টও ব্লক করে দেওয়া হয়। পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর প্রকাশিত সমালোচনামূলক সম্পাদকীয়কে কেন্দ্র করেই এই পদক্ষেপ বলে অভিযোগ।

গুজরাট কংগ্রেস সভাপতি শক্তিসিংহ গোহিল এই গ্রেপ্তারকে "রাজনৈতিক প্রতিহিংসা" বলে অভিহিত করেছেন। তাঁর মতে, “গুজরাত সমাচার স্বাধীনভাবে মত প্রকাশ করায় বিজেপির রোষানলে পড়েছে।” একই সুরে, আম আদমি পার্টির গুজরাট সভাপতি ইসুদান গাধভি বলেন, “এটি রাজ্যে সাংবাদিকতাকে শ্বাসরোধ করার চেষ্টা।”

অভিজ্ঞ সাংবাদিক শীলা ভাট জানিয়েছেন, গ্রেপ্তারের পর শাহের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে জাইডাস হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্রসঙ্গত, সম্প্রতি সুপ্রিম কোর্ট ED-এর কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন তোলে। ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত ৫,২৯৭টি মামলার মধ্যে মাত্র ৪০টিতে দোষী সাব্যস্ত হওয়া কেন্দ্রীয় সংস্থার নিরপেক্ষতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

ED এখনো পর্যন্ত শাহের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ জানায়নি। তবে, ঘটনাটি সংবাদপত্রের স্বাধীনতা ও কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার নিয়ে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।