আজকাল ওয়েবডেস্ক : ট্রাই এবার নতুন নির্দেশ জারি করতে চলেছে। এর ফলে ওটিপি বিভ্রাট শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ১ নভেম্বর থেকে এই নতুন নিয়ম শুরু হয়ে যাবে। 

 

ট্রাইয়ের নতুন নির্দেশিকার কারণে ওয়ান টাইম পাসওয়ার্ড মতো অত্যাবশ্যকীয় লেনদেন ও পরিষেবা মেসেজ ডেলিভারিতে বিভ্রাট হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে টেলিকম অপারেটার সংস্থাগুলি।

 

আগামী ১ নভেম্বর থেকে ট্রাইয়ের নতুন নির্দেশিকা কার্যকর হবে। এর অর্থ ব্যাঙ্ক, ই-কমার্স সংস্থা ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যে সমস্ত মেসেজ পাঠায়, সেগুলি অনুসরণযোগ্য হওয়াটা বাধ্যতামূলক।

 

অগস্টে ট্রাই টেলিকম অপারেটারদের নির্দেশ দিয়েছিল যে ওই সব প্রতিষ্ঠানের পাঠানো সমস্ত মেসেজ যাতে ট্রেস করা যায় তা নিশ্চিত করতে হবে। মেসেজের সঙ্গে যুক্ত টেলিমার্কেটারদের গোটা চেন যদি নির্দিষ্ট না করা থাকে বা অপারেটারদের কাছে থাকা সিকোয়েন্সের সঙ্গে সেটা না মেলে তা হলে সংশ্লিষ্ট মেসেজ ব্লক করে দেওয়া হবে এবং গ্রাহকদের কাছে ডেলিভারড হবে না।

 

স্প্যাম কল ও মেসেজ বন্ধ করার লক্ষ্যেই এই নির্দেশিকা নিয়ে এসেছে ট্রাই। এবার এই ওটিপি নিয়ে আগামী মাস থেকে যে সমস্যা তৈরী হবে তাকে কীভাবে সামলাতে পারেন সবাই সেটাই দেখার।