আজকাল ওয়েবডেস্ক: ভোটার তালিকার নিবিড় সংশোধনে একাধিক গরমিলের অভিযোগ এবং ভোট চুরির অভিযোগ নিয়ে কমিশনের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করতে মরিয়া কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া মঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনবে বিরোধীরা। সোমবার 'ইন্ডিয়া' জোটের মঞ্চে এই সিদ্ধান্ত হয়েছে।
উল্লেখ্য, শুধুমাত্র ইমপিচমেন্টের মাধ্যমেই মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারিত করা যেতে পারে।
আরও পড়ুন- রাজ্যসভার নতুন চেয়ারম্যান পদ নিয়ে বিজেপির ১৮০ ডিগ্রী পাল্টি!
রবিবার সাংবাদিক বৈঠক করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার। বিহার এসআইআর-সহ দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাহুল গান্ধী-সহ বিরোধী দলের নেতারা। লোকসভার বিরোধী দলনেতার তোলা সাম্প্রতিক 'ভোট চুরি'র অভিযোগ নিয়ে সরব হন জ্ঞানেশ কুমার। তাঁর দাবি, বিহারের এসআইআর-এর উদ্দেশ্য ভোটার তালিকাকে পরিচ্ছন্ন রাখা এবং তালিকা থেকে সমস্ত ত্রুটি দূর করা। তিনি আরও বলেন, কমিশনের লক্ষ্য প্রতিটি যোগ্য ভোটারের নাম তালিকাভুক্ত করা এবং সমস্ত অযোগ্য ভোটারের নাম তালিকা থেকে ছেঁটে ফেলা।
আরও পড়ুন- প্রার্থী রাধাকৃষ্ণণ, এনডিএ-র বাজি তামিল অস্মিতা! বিজেপির সুচারু কৌশল ফাটল ধরাবে 'ইন্ডিয়া' জোটে?
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিয়োগের সত্যতা প্রমাণে সাংবাদিকদের ভোটারদের ছবি দেখিয়েছিলেন। মুখ্য নির্বাচন কমিশনারের বক্তব্য, কয়েক দিন আগের সাংবাদিক সম্মেলনে ভোটারদের অনুমতি ছাড়াই তাদের ছবি প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশনের কি ভোটারদের ছবি প্রকাশ করা উচিত? কেন রাহুল প্রমাণ দিচ্ছেন না সেকথাও তিনি জানতে চান। সাত দিনের মধ্যে প্রামাণ পেশ করতে না পারলে রাহুল গান্ধীকে ক্ষমা চাওয়ারও পরামর্শ দেন মুখ্য নির্বাচন কমিশনার। জ্ঞানেশ কুমার কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন কংগ্রেস সাংসদকে।
এরপরই কড়া মুখ্য নির্বাচন কমিশনারকে ছেড়ে কথা বলতে নারাজ বিরোধী 'ইন্ডিয়া' মঞ্চ।
