আজকাল ওয়েবডেস্ক: দিনে দিনে সম্পর্ক খারাপ হয়েছে ভারত পাকিস্তানের। দু’ দেশের সম্পর্ক যখন একেবেরে তলানিতে, তখন নয়া সমীকরণ! আফগানের তালিবান সরকারের বিদেশমন্ত্রীর সঙ্গে ভারতের বিদেশমন্ত্রীর কথোপকথনের পর, সেকথাই বলছে ওয়াকিবহাল মহল।


সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, বৃহস্পতিবার তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে কথা বলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আফগানে তালিবান সরকার গঠনের পর, প্রথমবার ভারতের সঙ্গে কথোপকথন। এবং পরিস্থিতি বিচারে, এই দুই দেশের কথোপকথন কূটনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ। ভূরাজনৈতিক পরিস্থিতিতে এক নয়া সমীকরণ বলেও মত অনেকের।

সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, তালিবান প্রশাসনের সঙ্গে একাধিক বিষয়ে কথা হয়েছে ভারতের বিদেশমন্ত্রীর। দুই দেশের বিদেশমন্ত্রীর কথোপকথনের পর, জয়শঙ্কর সমাজমাধ্যমে পোস্ট দিয়ে কথোপকথনের কথা জানিয়েছেন। আলোচনা হয়েছে দুই দেশের সম্পর্ক নিয়েও।

?ref_src=twsrc%5Etfw">May 15, 2025

পহেলগাঁও কাণ্ডের পর, পাকিস্তানের এক অংশে ছড়িয়ে দেওয়া হয়, ভারতে এই হামলার পিছনে হাত রয়েছে তালিবানের। যদিও আফগানের তালিবান সরকার তা নস্যাৎ করে দেয়। উলটে পহেলগাঁও হামলার কড়া নিন্দা করে তালিবান। জয়শঙ্কর মুত্তাকির সঙ্গে কথোপকথনের পর সমাজমাধ্যমে লিখেছেন, 'মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদনের মাধ্যমে ভারত ও আফগানিস্তানের মধ্যে অবিশ্বাস তৈরির সাম্প্রতিক প্রচেষ্টার দৃঢ় প্রত্যাখ্যানকে স্বাগত জানাই। আফগান জনগণের সঙ্গে আমাদের ঐতিহ্যবাহী বন্ধুত্ব এবং তাদের উন্নয়নের চাহিদা পূরণে অব্যাহত সমর্থনের উপর জোর দেওয়া হয়েছে।'