আজকাল ওয়েবডেস্ক : অনলাইন স্টক মার্কেট বিনিয়োগের বিরাট চক্র ফাঁস করল অসম পুলিশ। ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে এই চক্রের দুই পান্ডা। ২২০০ কোটি টাকার অনলাইন স্টক মার্কেট চালানো হত বলে খবর মিলেছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাঁদের নাম বিশাল পুকান এবং স্বপ্নিল দাস।
৬০ দিনের মধ্যে ৩০% হারে সুদ দেওয়ার মিথ্যা জাল বুনেছিল। এই দুজনের বয়স প্রায় ৩০। ফলে মানুষের মনে এরা সহজে জায়গা করে নিয়েছিল। এখানে শেষ নয়। পুলিশ জানিয়েছে বেশ কয়েকটি ভুয়ো কোম্পানি খুলে এরা অসম সিনেমাতে টাকা লাগিয়েছিল।
পুলিশ জানিয়েছে গোটা অসম জুড়ে এদের নেটওয়ার্ক ছড়িয়ে ছিল। এই চক্রের সঙ্গে আর কারা রয়েছে তাঁদের খোঁজ করছে পুলিশ।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছে, এমন কোনও কোম্পানি থাকতে পারে না যেখানে এত টাকা সুদ দেওয়া হয়। তাই সাধারণ মানুষের প্রতি আবেদন নিজের টাকা কোনও জায়গায় বিনিয়োগ করার আগে ভালো করে যাচাই করে নিন। নাহলে পরবর্তী সময় এই ধরণের প্রতারণা হতে পারে। তাই আগে থেকে সাবধান হয়ে যান।
