আজকাল ওয়েবডেস্ক : বড়সড় অনলাইন প্রতারণা চক্রের পর্দাফাঁস করল ইডি। এর সঙ্গে যুক্ত ছিল চিনদেশের দুই নাগরিক। মোট ৪০০ কোটি টাকার অনলাইন প্রতারণা চক্রের হদিশ পেল ইডি। এখনও পর্যন্ত ২৫ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। এর আগে কলকাতা থেকে এই ঘটনার সঙ্গে যুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে ইডি।

 

এরা সকলেই মূল চক্রের সঙ্গে কাজ করত বলেই খবর। কীভাবে কাজ করত এই অ্যাপ। এরা সকলকে টোপ দিত অনলাইনে গেম খেলে মিলবে অর্থ। এই টাকা সরাসরি ব্যাঙ্কে গিয়ে পৌঁছবে। দ্রুত কানেক্ট করে নিলেই খুলে যেত অনলাইনে খেলার অপশনটি। যদি হেরে যান তবে বিনিয়োগ করা টাকা সহজেই ফেরত মিলবে এই গেমে এমন প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। তবে সকলকে ঠকিয়ে এরা অনলাইনে সমস্ত টাকা হজম করে নিত।

 

সেখান থেকে আর টাকা ফেরত পাওয়া যেত না। যারা ঠকেছিলেন তারা পুলিশে অভিযোগ দায়ের করেন। মামলাটি চলে যায় ইডির হাতে। এরপরই তদন্তে নেমে ইডি জানতে পারে গোটা ভারতের বিভিন্ন স্থান থেকেই নিজেদের জাল পেতেছে এই অনলাইন গেম অপারেটররা। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে এই অনলাইন গেমের আরও গভীরে যাওয়ার চেষ্টা করছে ইডি।