আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আম্বেদকর মন্তব্য নিয়ে তোলপাড় দেশ। দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি তীব্র প্রতিবাদ জানিয়েছে সংসদে এবং তার বাইরেও। এই পরিস্থিতিতে ভাইরাল হয়েছে আপ সুপ্রিমো, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ন’ সেকেন্ডের একটি ভিডিও। ভিডিও ভাইরাল হয় ব্যাপকহারে। একইসঙ্গে নিন্দার ঝড় ওঠে আপ সুপ্রিমোর নামে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁর গ্রেপ্তারি দাবি করেন ওই ভিডিও পোস্ট করে। 

 

 

?ref_src=twsrc%5Etfw">December 23, 2024

 

 

কয়েক সেকেন্ডের ওই সাদা-কালো ভিডিওতে কী শোনা বা দেখা গেল? সেখানে কেজরিওয়ালকে বলতে শোনা যায়, ‘যিনি সংবিধান রচনা করেছেন, উনিও মদ্যপ অবস্থাতে সংবিধান রচনা করেছেন।‘ ওই ভিডিও ব্যাপক শেয়ার হয় সোশ্যাল মিডিয়ায়। তাঁদের বক্তব্য বা দাবি ছিল, ওই ভিডিওতে সংবিধান বলতে দেশের সংবিধান এবং রচয়িতা বলতে আম্বেদকরের কথা বলেছিলেন কেজরি। ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে, তাঁর গ্রেপ্তারির দাবিও তুলেছেন অনেকে।


কিন্তু আসল ঘটনা কী? তীব্র নিন্দার ঝড় আর সমালোচনার মাঝে ফ্যাক্ট চেক করতেই সামনে উঠে এসেছে সত্যতা। সর্বভারতীয় এক সংবাদ সংস্থা জানাচ্ছে,  খুঁজে পাওয়া গিয়েছে একই দিনের আসল ভিডিও। ছবি মিলিয়ে দেখা গিয়েছে, ভিডিও একই দিনের এবং ওই ভিডিও মোটেও ন’ সেকেন্ডের নয়। কয়েকমিনিটের বক্তব্য, যার কয়েক সেকেন্ড জুড়ে 'সংবিধান' বিষয়ে কথা বলেছেন তিনি।

 

 

 

তাতে কেজরিওয়াল বলছেন, ‘এই সময়ে আমি সব দলের সংবিধান পড়েছি। কংগ্রেসের সংবিধান কেমন? তাতে বলা হয়েছে কোনও দলীয় নেতা মদ্য পান করবেন না। আমরা বসেছিলাম। কেউ একজন বললেন, যিনি এই সংবিধান লিখেছেন, তিনিও মদ্যপান করেই এই সংবিধান লিখেছেন। ‘ অর্থাৎ এতে স্পষ্ট, দেশের সংবিধান নিয়ে নয়, কেজরি মূলত বলছিলেন কংগ্রেস তথা হাত শিবিরের সংবিধানের কথা। আম্বেদকর কোনওভাবেই তাঁর নিশানায় ছিলেন না, না ছিল দেশের সংবিধান।

 ওই ভিডিও একটি চ্যানেলে অন্তত ১২ বছর আগে প্রকাশিত হয়েছে। মূল ভিডিওতে দেখা গিয়েছে, আম আদমি পার্টি সুপ্রিমো, অরবিন্দ কেজরিওয়াল বক্তব্যের ৪ মিনিটের মাথায় আপ-এর গঠন্তন্ত্র নিয়ে কথা বলতে শুরু করেন। পরে তিনি অন্যান্য দলের গঠনতন্ত্র নিয়ে কথা বলার সময়, বক্তব্যের চার মিনিট ৪০ সেকেন্ডের মাথায় কংগ্রেসের সংবিধান প্রসঙ্গে মন্তব্য করেন।