আজকাল ওয়েবডেস্ক: শুনশান হাসপাতাল। রাতের ডিউটিতে ঝক্কি খানিকটা কম ছিল। রোগীরাও বেশিরভাগ ঘুমিয়ে পড়েছিলেন। চিকিৎসকরা একবার ঘুরে দেখেই ঘরে চলে যান। এই সুযোগে ডিউটিতে ফাঁকি দিয়ে যাচ্ছেতাই কাণ্ড ঘটালেন দুই নার্স। হাসপাতালের মধ্যে দেদার মদ্যপান, ধূমপান করলেন দু'জনে। 

 

জানা গেছে, ডিউটি চলাকালীন দীর্ঘক্ষণ তাঁরা ছিলেন না। গভীর রাতে আবার ওয়ার্ডে ফিরে আসেন। তখনই টলতে টলতে ঢুকতে দেখা গিয়েছিল তাঁদের।‌ নেশাগ্রস্ত অবস্থাতেই রোগীদের কাছে গিয়েছিলেন। দুই নার্স কাছে আসতেই রোগীরাও উৎকট গন্ধ টের পান। সন্দেহ হলেও কেউ কোনও অভিযোগ করেননি। বিষয়টি প্রথমে চাপা ছিল। 

 

কিন্তু একদিনেই বিষয়টি থেমে ছিল না। পরেরদিন আবারও ওই দুই নার্স রাতের ডিউটি চলাকালীন হাসপাতালের মধ্যেই মদ্যপান ও ধূমপান করেন। তখনই রোগীরা ট্রেনি নার্সদের জানান। এও জানান, পরপর দু'দিন ওই দুই নার্স মত্ত অবস্থায় ডিউটি করছেন। চিকিৎসাতেও গাফিলতির অভিযোগ তুলেছেন একাধিক রোগী। 

 

এরপর ট্রেনিং নার্সদের অভিযোগ ঘিরে তোলপাড় শুরু হয় হাসপাতাল চত্বরে। সরকারি হাসপাতালে দুই নার্সের কীর্তিতে রীতিমতো হতবাক হয়ে যান রোগীরা ও তাঁদের পরিবার, পরিজনরাও। ঘটনাটি উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, হিমাচল প্রদেশের উনা জেলার একটি সরকারি হাসপাতালে রাতের শিফটে দায়িত্বে থাকা দুই নার্সের মদ্যপান ও ধূমপানের ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের ভেতরেই তাঁরা মুখে করে সিগারেট খাচ্ছিলেন এবং মদ্যপ অবস্থায় দায়িত্ব পালন করছিলেন।

 

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ৫ আগস্ট রাতের শিফটে। সূত্রের খবর, ঘটনাটি হয়তো গোপনই থেকে যেত যদি না হঠাৎ করে এক নার্স অসুস্থ হয়ে বমি করতে শুরু করতেন। এতে হাসপাতালের অন্যান্য কর্মীদের সন্দেহ হয়। এবং তদন্তে পুরো ঘটনা ফাঁস হয়ে যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, এক নার্স মেডিক্যাল ওয়ার্ডে এবং অপরজন সার্জিক্যাল ওয়ার্ডে কর্মরত ছিলেন। তাঁরা রাতের ডিউটির সময় একসঙ্গে মদ্যপান করছিলেন। এদের মধ্যে এক নার্স ডেপুটেশনে কাজ করছিলেন, ঘটনার পরপরই তাঁর ডেপুটেশন বাতিল করা হয়। 

 

আরও পড়ুন: পরপর গণধর্ষণ বিজেপি শাসিত রাজ্যে, এবার নাবালিকাকে ধর্ষণের চেষ্টা প্রেমিক ও তার বন্ধুদের, বর্ণনা শুনে শিউরে উঠল পুলিশ

 

দুই দিন ধরে চলছিল একই কাণ্ড। তদন্তে জানা গেছে, এই দুই নার্স পরপর দুই দিন হাসপাতাল প্রাঙ্গণেই মদ্যপান ও ধূমপান করেছেন। ৪ আগস্ট রাতেও তাঁরা সার্জিক্যাল ও মেডিক্যাল উভয় ওয়ার্ডে মদ্যপান করেন, সম্পূর্ণভাবে দায়িত্ব ও রোগী সেবাকে উপেক্ষা করে।

 

ট্রেনি নার্সদের অভিযোগে ব্যবস্থা নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার সূত্রপাত হয় ট্রেনি নার্সদের অভিযোগ থেকে। তাঁদের একজন জানান, রাত ১০টা থেকে গভীর রাত ২টো পর্যন্ত ওই দুই নার্স হাসপাতালের ভেতরেই মদ্যপান করছিলেন। মদ্যপানের অতিরিক্ত প্রভাবে এক নার্সের বমি শুরু হলে হাসপাতালের কর্মীরা তৎপর হন।

 

উনা আঞ্চলিক হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডঃ সঞ্জয় মানকোটিয়া জানিয়েছেন, ঘটনার সমস্ত বিবরণ সংগ্রহ করে স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠানো হয়েছে। তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।