আজকাল ওয়েবডেস্ক: ভারত ও পাকিস্তানে এপ্রিলের মাঝামাঝি যে তীব্র তাপপ্রবাহ বয়ে গিয়েছে, তা এক সংকটময় আবহাওয়াজনিত ঘটনা, এবং এটি মূলত মানুষের তৈরি জলবায়ু পরিবর্তনের ফল বলে জানিয়েছেন ClimaMeter-এর গবেষকরা।

তাঁরা বলছেন, ১৯৫০ সাল থেকে এখন পর্যন্ত আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আবহাওয়ার অন্যান্য নিয়মিত পরিবর্তন নয়, বরং বিশ্ব উষ্ণায়নের কারণে এই তাপমাত্রা এতটা বেড়েছে। দিল্লি, জয়পুর এবং ইসলামাবাদে তাপমাত্রা অতীতের তুলনায় ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি রেকর্ড হয়েছে।

তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, এই গবেষণা এখনও পিয়ার-রিভিউ হয়নি এবং তথ্য কম থাকার কারণে এই বিশ্লেষণের নির্ভরযোগ্যতা কিছুটা সীমিত।

এদিকে, আবারও তাপপ্রবাহের সতর্কতা দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। ২১ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত পূর্ব রাজস্থান, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, হরিয়ানা, ওড়িশা, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ডে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, এই ধরণের আবহাওয়া দক্ষিণ এশিয়ার স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও পরিকাঠামোর ওপর বড় প্রভাব ফেলতে পারে, এবং এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বিপর্যয় আরও বাড়বে।