আজকাল ওয়েবডেস্ক: “ধর্ম ও জাতবিহীন” শংসাপত্র চেয়ে আবেদন করেছিলেন তামিলনাড়ুর বাসিন্দা এইচ. সান্থোষ। তাঁর আবেদন খারিজ করেছিল স্থানীয় রাজস্ব অফিসার ও পরে একক বিচারপতি। তবে এবার মাদ্রাজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই রায় বাতিল করে দিল, এবং তামিলনাড়ু সরকারকে নির্দেশ দিল এমন শংসাপত্র দেওয়ার ব্যবস্থা বিবেচনা করতে। আদালত জানায়, ভারতের সংবিধানের অনুচ্ছেদ ২৫ অনুযায়ী প্রত্যেক নাগরিকের ‘বিবেকের স্বাধীনতা’ রয়েছে। কেউ যদি নিজেকে কোনও ধর্ম বা জাতির সঙ্গে যুক্ত না করতে চান, তবে প্রশাসনিক প্রক্রিয়ার অভাব সেই মৌলিক অধিকার খারিজ করতে পারে না।

এই রায়ের তাৎপর্য:

ব্যক্তির নিজের ধর্ম বা জাত চিহ্নিত না করার স্বাধীনতা সাংবিধানিক স্বীকৃতি পেল

প্রশাসনিক স্তরে নতুন নীতির পথ খুলল

সরকারি নথিতে ধর্ম বা জাত না লেখার অধিকার আইনি মদত পেল


এই সিদ্ধান্ত দেশের ধর্ম-জাত নিরপেক্ষ পরিচয়ের দাবি করা নাগরিকদের পক্ষে এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।