আজকাল ওয়েবডেস্ক : তুষারপাতের চাদরে মুখ ঢেকে নতুন বছর শুরু করল জম্মু-কাশ্মীর। সেখানকার বাসিন্দারা তো বটেই, যারা অন্যত্র থেকে সেখানে ঘুরতে গিয়েছিলেন তারাও এই তুষারপাতের আনন্দে মাতোয়ারা হলেন। অন্যদিকে উত্তর ভারতের বিভিন্ন অংশে রবিবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে সতর্কতা জারি করেছে আইএমডি।
জানা গিয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। তার জেরে আবহাওয়ার এই পরিবর্তন হয়েছে। রবিবার থেকে এই পশ্চিমী ঝঞ্ঝার পরিমান বাড়বে। ফলে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলেই জানা গিয়েছে। হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে হালকা তুষারপাত চলছে।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে আগামী ২৪ ঘন্টার মধ্যে এই পরিস্থিতি খুব একটা উন্নতি হবে না। তাপমাত্রার যেমন নিচের দিকে রয়েছে তেমনই থাকবে। জম্মু-কাশ্মীরের বিভিন্ন অংশে প্রবল শৈত্যপ্রবাহ চলবে। পাশাপাশি পাঞ্জাব-হরিয়ানাতেও আগামী দুদিন ধরে চলবে শীতের দাপট।
গুলমার্গ থেকে শুরু পহেলগাম সব জায়গাতেই তাপমাত্রার পারদ রয়েছে অনেকটাই নিচের দিকে। গুলমার্গে তাপমাত্রা রয়েছে মাইনাস ১০ ডিগ্রিতে। অন্যদিকে পহেলগাওতে তাপমাত্রা রয়েছে ৯.২ ডিগ্রিতে। শ্রীনগরে মাইনাস ০.৯ ডিগ্রিতে রয়েছে তাপমাত্রা। হাওয়া অফিস মনে করছে শীতের সঙ্গে কুয়াশার চাদর থাকবে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, উত্তরপ্রদেশ, রাজস্থান, ওডিশা, পশ্চিমবঙ্গ, সিকিমে।
আইএমডি জানিয়েছে দিল্লির বিভিন্ন অংশে চলবে শীতের দাপট। মঙ্গলবার বর্ষবরণের রাতে দিল্লিতে তাপমাত্রা ছিল ৯.২ ডিগ্রি সেলসিয়াস। এই পরিস্থিতি আরও বেশ কয়েকদিন চলবে বলেই খবর মিলেছে। দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা ১৫ ডিগ্রি থাকবে বলেই জানানো হয়েছে। তবে আকাশ পরিষ্কার থাকার জন্য দেশের বিভিন্ন প্রান্তে শীতের দাপট থাকবে বলেই জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর।
