আজকাল ওয়েবডেস্ক: বিতর্কিত 'ব্যবহার-ভিত্তিক ওয়াক্ফ' নীতির অধীনে ঘোষিত ওয়াক্ফ সম্পত্তি পুনরুদ্ধারে কেন্দ্রের আইনগত ক্ষমতা রয়েছে—এই মর্মে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র সরকার। বুধবার বিচারপতি বি আর গাভাই ও অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, “সরকারি জমির উপর কারোর অধিকার থাকতে পারে না। একটি সুপ্রিম কোর্টের রায়ও বলেছে, সরকার তার জমি রক্ষা করতে পারে, এমনকি তা ওয়াক্ফ ঘোষণা করা হলেও।”
'ওয়াক্ফ বাই ইউজার' নীতি অনুযায়ী দীর্ঘদিন ধর্মীয় বা জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত জমিকে কাগজপত্র ছাড়াও ওয়াক্ফ বলে দাবি করা যেত। তবে নতুন আইনে এই ধারা বাতিল হয়েছে।
কেন্দ্র আরও জানায়, সাম্প্রতিক ওয়াক্ফ আইনের সংশোধনে ১৯২৩ সাল থেকে চলা সমস্যার সমাধান হয়েছে। “সব পক্ষের বক্তব্য শোনা হয়েছে। ৯৬ লাখ মতামত জমা পড়েছে। যৌথ সংসদীয় কমিটির ৩৬টি বৈঠক হয়েছে,” জানান মেহতা।
প্রধান বিচারপতি বলেন, সংসদে পাশ হওয়া আইনের সাংবিধানিক বৈধতা স্বাভাবিকভাবে মেনে নেওয়া হয়, এবং শুধুমাত্র স্পষ্ট অসাংবিধানিকতার ক্ষেত্রেই হস্তক্ষেপ করা যায়। কেন্দ্রীয় সরকার আদালতকে অনুরোধ করেছে, মামলা শুনানি তিনটি বিষয়ে সীমাবদ্ধ রাখতে—'ওয়াক্ফ বাই ইউজার', কেন্দ্রীয় ও রাজ্য ওয়াক্ফ বোর্ডে অমুসলিম সদস্য নিয়োগ, এবং সরকারি জমির ওয়াক্ফ সনাক্তকরণ।
