আজকাল ওয়েবডেস্ক: হোয়াটসঅ্যাপ ঘাঁটতেই স্বামীর কেচ্ছা, কেলেঙ্কারি ফাঁস। অবশেষে নির্যাতিতাদের পাশে দাঁড়ালেন স্ত্রী। ঘৃণ্য অপরাধের ঘটনায় স্বামীকে শ্রীঘরে পাঠালেন তিনি। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে। পুলিশ জানিয়েছে, ৩৩ বছর বয়সি অভিযুক্ত যুবক বিবাহিত এবং এক সন্তানের বাবা। একটি পানের দোকান রয়েছে তাঁর। অতীতে তাঁর স্ত্রী থানায় অভিযোগ জানিয়েছিলেন, স্বামী পর্ন ছবিতে আসক্ত। স্ত্রীর কাছেও অস্বাভাবিক যৌনতার দাবি জানান রোজ রাতে। এরপরই স্বামীর উপর নজরদারি শুরু করেন তিনি। 

স্বামীর হোয়াটসঅ্যাপ হ্যাক করে সমস্ত তথ্য সংগ্রহ করেন‌। স্ত্রী জানিয়েছেন, তাঁর স্বামী বহু মেয়ের সঙ্গে যোগাযোগ রাখতেন। তাঁদের মধ্যে কাউকে কাউকে ধর্ষণ, যৌন হেনস্থা করেছেন। এমনকী হোয়াটসঅ্যাপে অশ্লীল ছবি, ভিডিও পাঠাতেন। পরে জানতে পারেন, চুপিসারে অশ্লীল ভিডিও তাঁর স্বামীই তুলতেন। সেগুলি ফাঁস করার হুমকি দিয়ে টাকা সংগ্রহ করতেন। 

শুধু তাইই নয়, আসল পরিচয় লুকিয়ে মহিলাদের সঙ্গে মেলামেশা করতেন। যৌন চাহিদা পূরণ হলেই টাকা চাইতেন। এরপরই নির্যাতিতাদের সঙ্গে যোগাযোগ করেন তিনি। ১৯ বছরের এক নির্যাতিতা থানায় গিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করেন‌। তিনি জানান, তাঁর দামি গয়না বিক্রি করে হাজার হাজার টাকা নিয়ে পালিয়ে যান অভিযুক্ত। অবশেষে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্রের পাচপাওলি থানার পুলিশ।