আজকাল ওয়েবডেস্ক: স্টক মার্কেটে টাকা বিনিয়োগ করেছিলেন। ভেবেছিলেন সেখান থেকে প্রচুর টাকা আয় করবেন। তবে সমস্ত পরিকল্পনা বিফলে গেল যখন সেই টাকা ক্ষতি হয়ে যায়। এরপর থেকেই কী করবেন সেটা ভেবে কুল পাচ্ছিলেন না মুম্বইয়ের এক গানের শিক্ষক।
 
 এদিকে বাজারে তখন হয়ে গিয়েছে বিরাট অঙ্কের দেনা। সেই টাকা তিনি কীভাবে দেবেন তা নিয়ে বিরাট চিন্তায় পড়ে যান। নিজেই বাড়িতে তৈরি করে ফেলেন নকল ৫০০ টাকার নোট। তবে সেই টাকা একঝলকে দেখেই বোঝা গেল সেটি নকল। এরপর মুম্বই ডিআরআই এবং পুলিশের জালে একেবারে নাজেহাল হল সেই গানের শিক্ষক। 
 
 ধৃত শিক্ষকের কাছ থেকে ১৮০০ টাকা নকল নোট বাজেয়াপ্ত করে পুলিশ। ধৃতের নাম কুলবীর ওয়াদ। দীর্ঘদিন ধরেই সে স্টক মার্কেটে নিজের টাকা বিনিয়োগ করছিল। আশায় ছিল সেখান থেকে লাভের টাকা তুলবে। তবে সেখানে কাজের কাজ হয়নি। বাজারে অনেক টাকা দেনা হয়েছিল তার। পরিবারের একমাত্র ভরসা ছিল সে। তবে নকল নোট ঘরে তৈরি করে বাজারে নিয়ে যেতেই ঘটে বিপত্তি। অতি সহজে সেই নোট চিনে ফেলে সকলে। খবর যায় পুলিশে। তারা এসে বাড়িতে তল্লাশি করতেই হাতে চলে আসে নকল নোটগুলি। 
 
 ধৃতের বাড়ি থেকে ৩৪ টি নকল নোট বাজেয়াপ্ত করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে ৫০ এবং ১০০ টাকার নকল নোটও রয়েছে। আসলে এগুলি ফটোকপি করেই সে কাজ চালাতে গিয়েছিল। তবে ধরা পড়ে যায় সে। পুলিশ জানিয়েছে এই কাজ করার জন্য আলাদা করে একটি ছোটো ঘর ভাড়া নিয়েছিল সে। সেখানে বসেই সে এই কাজটি করত। 
 
 ভারতীয় ন্যায় সংহিতা আইন অনুসারে তার বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। দেশের বিভিন্ন প্রান্তে যাতে নকল নোট না থাকে সেবিষয়ে প্রতিদিন কাজ করছে পুলিশ। এই ধরণের কাজ যারা করছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। অতি চালাকি করতে গিয়ে একেবারে হাজতে চলে গেলেন গানের শিক্ষক।
