রজিকর-কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য-দেশ। রাজ্য পুলিশ থেকে, তদন্তের ভার গিয়েছিল সিবিআই-এর হাতে। হাইকোর্টে এই মামলা চলার মাঝেই, দেশের শীর্ষ আদালত স্বতঃপ্রণোদিত ভাবে এই মামলায় হস্তক্ষেপ করে। মঙ্গলবার ছিল শীর্ষ আদালতে এই মামলার শুনানি। মঙ্গলবারের শুনানিতে স্পষ্ট হয়, আরজি কর কাণ্ড কলকাতা হাইকোর্ট থেকে গেল সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবারের মধ্যে সিবিআই-এর থেকে স্ট্যাটাস রিপোর্ট তলব করেছে শীর্ষ আদালত।
একই সঙ্গে শুনানিতে জানানো হয়, চিকিৎসকদের সুরক্ষা নজরে রেখে, গঠন করা হবে ৭ জনের জাতীয় টাস্ক ফোর্স। চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি অনুসন্ধান করে দেখবে তারা। মহিলারা যাতে আরও বেশি করে কাজে যোগদানের উৎসাহ পান, সেদিকে নজর দেওয়ার কথা বলে আদালত।
মঙ্গলবার সকাল সাড়ে দশটার কিছু পরেই শুরু হয় শুনানি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে ঘটনার শুনানি ছিল এদিন। প্রধান বিচারপতি সবার আগে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। ঘটনা প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেন মৃতা চিকিৎসকের পরিচয় সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়া নিয়েও। প্রশ্ন ওঠে হাসপাতালের অধ্যক্ষ এবং পুলিশের ভূমিকা নিয়ে।
আরজি করের ঘটনায় প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছেন সাধারণ মানুষ, চিকিৎসক। দেশজুড়ে কর্মবিরতিতে বসেন চিকিৎসকরা। তাঁদের কাজে ফেরার জন্যও এদিন শীর্ষ আদালত অনুরোধ করেছে।
