আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের ১৯ বছর বয়সী হর্ষ গুপ্ত একাদশ শ্রেণীর পরীক্ষায় ফেল করেও হাল ছাড়েনি। কঠোর পরিশ্রম ও পরিবারের সহায়তায় সে পুনরায় পরীক্ষায় অংশ নেয়। বর্তমানে দ্বাদশ শ্রেণী পাস করে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) তে স্থান অর্জন করেন।

 বাবা মুম্বাই শহরে একটি ছোট পানিপুরির দোকান চালান। হর্ষ রাজস্থানের কোটায় একটি কোচিং ইনস্টিটিউটে ভর্তি হয়। দিনরাত এক করে অবশেষে উত্তরাখণ্ডের আইআইটি রুরকিতে আসন লাভ করে এই তরুণ। হর্ষ সিভিল সার্ভিসে ভর্তি হবে। জেইই-মেইন্সে ৯৮.৫৯ শতাংশ নম্বর পেয়ে আইআইটি সহ বিভিন্ন কলেজে ভর্তির জন্য ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা জেইই-অ্যাডভান্সডের জন্য যোগ্যতা অর্জন করে। তার বক্তব্য অনুসারে সে নিজের পছন্দের কলেজে ভর্তি হতে পারেনি।

 পরীক্ষায় ফেল করার পর পরিবারের সমর্থনে হর্ষ কোটা যাওয়ার সিদ্ধান্ত নেয়। আইআইটি পাস করে  মুম্বাই,  রুরকিতে আসন নিশ্চিত করার স্বপ্ন দেখত যুবক। তরুণ জানায় পুরো যাত্রা জুড়ে তার সহপাঠীরা তাকে উত্যক্ত করার চেষ্টা করে৷ একাদশ শ্রেণীতে ফেল করার পর তার সম্ভাবনা নিয়ে সন্দেহ করে। হাসি মজা করত৷ 'পানি পুরি' বিক্রেতার ছেলে আইআইটি পাস করতে পারবে না এমনটাই ছিল বক্তব্য। 

হর্ষ তার বিরোধীদের উপেক্ষা করে নিজের পড়াশোনায় মনোনিবেশ করে। দিন রাত এক করে প্রস্তুতি নিতে শুরু করে এই তরুণ। বর্তমানে সব প্রতিকূলতা পেরিয়ে সে 'আইআইটিয়ান'।