আজকাল ওয়েবডেস্ক: পুলিশ পরিচয়ে প্রতারক ফোন করেছিল। উদ্দেশ্য ছিল ফোনের অপর প্রান্তের মানুষটিকে ডিজিটাল প্রতারণার ফাঁদে ফেলা। কিন্তু, ফাঁদে ফেলা তো দূর, উল্টে প্রতারকই বোকা বানলেন! ঘটনা মুম্বইয়ের অন্ধেরী পূর্ব থানা এলাকার।

আচমকা ভিডিও কল আসে  মুম্বইয়ের এক ব্যক্তির কাছে। তিনি রিসিভ করতেই দেখেন অন্য প্রান্তে পুলিশের পোশাক পরা এক ব্যক্তি! অন্ধেরী পূর্ব থানার পুলিশ হিসেবে নিজের পরিচয় দিয়ে কিছু বলতে যাচ্ছিলেন। মুহূর্তে প্রতরণার বিষয়টি আঁচ করে ফেলেন ওই ব্যক্তি। ভিডিও কলে নিজের মুখের বদলে দেখান তাঁর প্রিয় কুকুরটিকে। আর ব্যক্তি বলতে থাকেন, "এই নিন স্যার। আমি এখানে ক্যামেরার সামনে"। এতেই শুরুতে প্রতারকের থতমত অবস্থা। 

বিষয়টি বুঝতে পেরে ফোনের অপর প্রান্তে থাকা পুলিশের পরিচয় দেওয়া প্রতারকও হেসে ফেলেন। ক্যামেরা থেকে মুখ সরিয়ে ফোন কেটে দেন।

এদিকে কুকুরের মালিক তখনও হাসতে হাসতে বলতে থাকেন, "এই আমি। আরে, অফিসার। আমাকে দেখতে পাচ্ছেন? ওহ, জাল ইউনিফর্ম।"

বর্তমানে ডিজিটাল অ্যারেস্টের রমরমা। সতর্ক করেছেন খোদ প্রধানমন্ত্রী মোদি। এই সময় মুম্বয়ের ব্যক্তি কুকুরকে ব্যবহার করে যে কায়দায় প্রতারণা ঠেকালেন তা বেশ প্রশংসনীয়। 

 

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Martina Gracious (@shinny_martina)