আজকাল ওয়েবডেস্ক: ব্যস্ত, ভিড়ে ঠাসা মুম্বই এই বাণিজ্য নগরীর লোকাল ট্রেন। লোকাল ট্রেনের ভিড়ই বলে দেয়, সেই শহরের ব্যবস্তা, লোকসংখ্যা, শহরের স্ট্রাকচার, অফিস-কাছারি-কারখানার অবস্থানের কথা। যেমন ভিড়ে ঠাসা শিয়ালদহের গিজগিজে পরিস্থিতি, আর অন্যদিকে ছোট শহরের শান্ত, ঝিমিয়ে পড়া স্টেশন, ফারাক বোঝা যায় স্পষ্ট।
সর্বভারতীয় সংবাদ সংস্থা জানাচ্ছে, মহারাষ্ট্র সরকার লোকাল ট্রেনকে শীততাপ নিয়ন্ত্রিত করার পরিকল্পনার কথা জানিয়েছে। এই পরিকল্পনার পিছনে কারণ কী? এক প্রবল গরমে যাত্রীদের যাতায়াতের সুরাহা, দুই, ভিড় নিয়ন্ত্রণ করা।
সূত্রের খবর, সামনের বছরের মধ্যেই ১০ থেকে ১২টি অতিরিক্ত এসি লোকাল রেক যুক্ত হবে সূচিতে। স্বাভাবিক ভাবে এতে সুবিধা হবে যাত্রীদের। কিন্তু নিত্যযাত্রীরা কী প্রশ্ন করছেন জানেন প্রথমেই?
শীততাপ নিয়ন্ত্রিত ট্রেনের কথা শুনেই, প্রথম প্রশ্ন, এতে ভাড়া কি বাড়ানো হবে? কেউ কেউ আবার নিজেদের ভাবনার কথা বলছেন। বলছেন নতুন ট্রেনের থেকে বেশি গুরুত্বপূর্ণ পুরনো ট্রেনগুলিকেই উন্নত মানের গড়ে তোলা। ট্রেনের দরজাগুলি বন্ধ করার ব্যবস্থা করলেই ভিড় নিয়ন্ত্রণ করা সম্ভব। এতে কমবে দুর্ঘটনার সংখ্যাও। অনেকেই আবার মনে করছেন এসি ট্রেন ব্যাপারটা মেট্রোর মতোই হয়ে যাবে। ভেন্টিলেশন না থাকার কারণে মেট্রোর মতোই ভিড় হলে দমবন্ধ পরিস্থিতি তৈরি হবে। অনেকেই আবার সাধুবাদ জানিয়েছেন এই পরিকল্পনার।
