আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ মুম্বাইয়ে সম্প্রতি এক ডাক্তার যুবক নবি মুম্বাইয়ের সংযোগকারী অটল সেতু সেতু থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার পর নিখোঁজ হয়েছেন বলে জানা গিয়েছে। সোমবার রাতে পুলিশ একটি বৃহৎ পরিসরে অনুসন্ধান অভিযান শুরু করেছে। মঙ্গলবার পর্যন্ত অভিযান চালান হয়েছে। ঘটনা ঘিরে চাঞ্চল্য।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ যুবকের নাম ডঃ ওমকার ভগবান কাভিটকে। নবি মুম্বাইয়ের কালামবোলির বাসিন্দা তিনি। জেজে হাসপাতালের একজন মেডিকেল অফিসার। প্রায় ছয় বছর ধরে কাজ করছিলেন ওমকার। পুলিশ সূত্রে, রাত পৌনে ১০ টা নাগাদ ডঃ কাভিটকের গাড়ি সেতুর উপর পার্ক করা অবস্থায় পাওয়া যায়। অটল সেতু কন্ট্রোল রুমের কর্মীরা গাড়িটি অদৃশ্য অবস্থায় দেখতে পেয়ে নবি মুম্বাই পুলিশকে খবর দেন। উলওয়া থানার কর্মকর্তারা এসে গাড়ির ভেতরে একটি মোবাইল ফোন দেখতে পান।
সম্প্রতি ডায়াল করা নম্বরগুলিতে যোগাযোগ করে পুলিশ নিশ্চিত হতে সক্ষম হয় যে গাড়িটি ডঃ কাভিটকের। সেতুর সিসিটিভি ফুটেজও তার প্রমাণ মেলে।
পুলিশ আরও জানায়, সোমবার রাত ৯ টা নাগাদ ওমকার তাঁর মা কে শেষবার ফোন করেন। তিনি শীঘ্রই রাতের খাবার খেতে বাড়ি ফিরছেন বলে জানান তাঁর মা কে৷ ঘটনার পূর্ববর্তী কী কী হয়েছিল তা তদন্তের চেষ্টা চলছে। তদন্তের অংশ হিসেবে পুলিশ পরিবারের সদস্য, বন্ধুবান্ধব ও হাসপাতালের সহকর্মীদের সঙ্গে কথা বলছে।
কোনও লিখিত নোট বা বার্তা পাওয়া যায়নি এখনও পর্যন্ত। বর্তমানে পুরো ঘটনার তদন্ত চলছে। এর পেছনে অন্য কোনও গোপন কারণ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ৷
