আজকাল ওয়েবডেস্ক: মুম্বাইয়ের সাথায়ে কলেজের এক ছাত্রীর আচমকা মৃত্যু। ইনস্টিটিউটের তৃতীয় তলা থেকে পড়ে গিয়ে মারা যান বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷ নিছক দুর্ঘটনা কিনা খতিয়ে দেখছে পুলিশ৷ এখনও উল্লেখযোগ্য কিছু লক্ষ্য করা যায়নি। বছর একুশের এই যুবতীর আকস্মিক মৃত্যুতে চাঞ্চল্য মুম্বাইবাসীর।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, যুবতীর  নাম সন্ধ্যা পাঠক। বয়স ২১ বছর৷  ভিলে পার্লে (পূর্ব) কলেজে তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। মুম্বাইয়ের নালাসোপাড়ায় থাকতেন যুবতী৷ পড়ে যাওয়ার ফলে গুরুতর আহত হন তিনি। প্রাথমিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার প্রেক্ষিতে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। পুলিশ এর পেছনের কারণ তদন্ত করছে। আপাতত এটি দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবেই ধরছে পুলিশ।  

সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্ধ্যাকে তৃতীয় তলার করিডোর ধরে একা হেঁটে যেতে দেখেছে পুলিশ। কলেজ প্রশাসন ঘটনাটিকে 'দুর্ঘটনা' হিসেবে চিহ্নিত করলেও, ছাত্রদের মধ্যে সম্ভাব্য আত্মহত্যার ইঙ্গিত দিয়ে গুজব ছড়িয়ে পড়েছে। এদিকে সন্ধ্যার পরিবার সন্দেহ করছেন যে এটি একটি ষড়যন্ত্র। তাঁরা দাবি করছেন সন্ধ্যা কখনও আত্মহত্যা করবেন না। তাঁকে ধাক্কা দিয়ে ফেলা হয়েছে বলে পরিবারের সদস্যের অভিযোগ৷ 

ঘটনার জেরে পুলিশ কলেজকর্মী, ছাত্র এবং সন্ধ্যার ঘনিষ্ঠ বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে। তারা তদন্ত করছে সম্প্রতি সন্ধ্যার কোনও মানসিক চাপ বা আচরণগত পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে কিনা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷  রিপোর্ট এবং ফরেনসিক বিশ্লেষণ নির্ধারণ করবে যে এটি আত্মহত্যা, দুর্ঘটনা, নাকি অন্য কিছু।