আজকাল ওয়েবডেস্ক: ১০ এপ্রিল দিল্লির এক বিশেষ আদালতে জাতীয় তদন্ত সংস্থা জানিয়েছে, ২০০৮ সালের মুম্বাই হামলার মূল ষড়যন্ত্রকারী তাহায়ুর রানা নাকি সেই ধাঁচে একাধিক শহরে হামলার ছক কষেছিল।
বিশেষ বিচারক চন্দ্র জিত সিং রানা-কে ১৮ দিনের এনআইএ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, রানার প্রতি ২৪ ঘণ্টায় একবার করে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে এবং প্রতি দিনে আইনজীবীর সঙ্গে দেখা করার সুযোগ দিতে হবে।
তবে আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ হবে এনআইএ আধিকারিকদের উপস্থিতিতে, শোনা যায় এমন দূরত্বে। এছাড়া রানা শুধুমাত্র সফট-টিপ কলম ব্যবহার করতে পারবেন বলে আদালত জানিয়ে দেয়।
আদালতে এনআইএ জানায়, ১৭ বছর আগের ঘটনা পুনর্গঠনের জন্য রানাকে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হবে। তদন্তকারীদের মতে, ২৬/১১-র মতো কৌশল অন্যান্য শহরে প্রয়োগ করার পরিকল্পনা ছিল কিনা, তা খতিয়ে দেখতে হবে।
এনআইএ সূত্রের দাবি, “সম্পূর্ণ ষড়যন্ত্র উদ্ঘাটনের জন্য তার দীর্ঘ হেফাজত প্রয়োজন। মুম্বাই হামলার ধাঁচে পরিকল্পনা অন্যত্রও করা হয়েছিল কিনা, সে প্রশ্নে আলোকপাত করা জরুরি।”
রানাকে আদালতে হাজির করার সময় দিল্লি পুলিশের পাঁচজন ডিসিপি, এক জন আইজি এবং এনআইএ-র দুই ডিআইজি উপস্থিত ছিলেন।
 
 এই ১৮ দিনের মধ্যে রানাকে জিজ্ঞাসাবাদ করে পুরো ষড়যন্ত্রের চিত্র স্পষ্ট করতে চায় এনআইএ। ২০০৮ সালের ওই হামলায় ১৬৬ জন নিহত ও ২৩৮ জন আহত হয়েছিলেন।
