আজকাল ওয়েবডেস্ক: আর্থিক জালিয়াতির পরিমাণ বাড়ছে দিনে দিনে। বিপুল অভিযোগের পাহাড়ের মাঝে দাঁড়িয়ে এবার বড় উদ্যোগ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। এবার এআই সিস্টেম চালু করছে আরবিআই। কী সেই ব্যবস্থা? সর্বভারতীয় সংবাদ সংস্থা জানাচ্ছে, চারদিকে যখন কৃত্রিম বুদ্ধিমত্তার রমরমা, এআই সংবাদ পাঠিকা থেকে এআই বহু খাতে, সেখানে এবার এআই নির্ভর হচ্ছে ব্যাঙ্ক। রিয়েল টাইম আর্থিক জালিয়াতির সঙ্গে সাধারণ মানুষকে সতর্ক করতেই এই বড় উদ্যোগ।
আরবিআই-এর সহযোগী সংস্থা, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইনোভেশন হাব, একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং মডেল মিউলহান্টার ডট এআই তৈরি করেছে। এই নতুন সিস্টেম ব্যবহারকারীদের সতর্ক করবে। যে সব অ্যাকাউন্ট থেকে প্রতারণার কাজ চলবে, তাদের শনাক্ত করবে দ্রুততার সঙ্গে। যাঁরা নতুন ব্যবহারকারী, তাঁদের প্রথম থেকেই জালিয়াতি সম্পর্কে সতর্ক করবে এই এআই সিস্টেম। আরবিআই ব্যাঙ্কগুলিকে জালিয়াতি-সহ নানা ভাগে অপরাধী হিসেবে চিহ্নিত ব্যক্তিদের ডাটাবেস দেবে।
মুলেহান্টার এআই- এর প্রয়োগ ইতিমধ্যেই দুটি পাবলিক সেক্টর ব্যাঙ্কে সফলভাবে প্রদর্শিত হয়ে গিয়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য, সাইবার অপরাধ সংক্রান্ত সমস্ত অভিযোগের মধ্যে ৬৭.৮ শতাংশ কেবল আর্থিক জালিয়াতির।
বারবার, আর্থিক জালিয়াতির অভিযোগ ঈও, অনেক সময় সমস্যা হয় এই অ্যাকাউন্টগুলির খোঁজ বের করতে। তাই এবার ময়দানে এআই। এবার তারাই খোঁজ করবে ওইসব অ্যাকাউন্টের।
