আজকাল ওয়েবডেস্ক: শীতের সকালে বাড়ির বাগানে বসে সংবাদপত্রে চোখ বোলাচ্ছিলেন শশী তারুর। সেই সময়ই 'অভূতপূর্ব অভিজ্ঞতা'র সাক্ষী থাকলেন তিরুবনন্তপুরমের সাংসদ।  

কংগ্রেস নেতা তাঁর এক্স হ্যান্ডল (সাবেক টুইটার)-এ জানিয়েছেন, বুধবার সকালে বাগানে বসে সংবাদপত্রে চোখ বোলানোর সময় একটি বাঁদর খেলতে খেলতে আচমকা তাঁর কোলে এসে বসে পড়ে। বাঁদরটির দিকে কয়েকটি কলা বাড়িয়ে দেওয়ার পর প্রাণীটিও সঙ্গে সঙ্গে সেগুলি খেয়ে নেয়। 

শশী লিখেছেন, ''প্রাণীটি আমায় জড়িয়ে ধরে আমার কোলে বসে পড়ে। এর পর আমার বুকে মাথা রেখে কিছু ক্ষণ জিরিয়ে নেয়। আমি ওঠার চেষ্টা করতেই লাফ দিয়ে পালিয়ে যায়।''

 

?ref_src=twsrc%5Etfw">December 4, 2024

ঘটনার বর্ণনা দিয়ে কয়েকটি ছবিও শেয়ার করেছেন এই ৬৮ বছরের নেতা। কোনও ছবিতে দেখা যাচ্ছে বাঁদরটি কলা খাচ্ছে। কোনওটিতে দেখা যাচ্ছে শশীর বুকে মাথা রেখে বিশ্রাম করছে।  ছবিগুলি মুগ্ধ করেছে পশুপ্রেমী এবং নেটিজেনদের।

যদিও বাঁদরের হাতে আক্রান্ত হওয়ার বিপদ ছিল। তবুও সেই সময় নিজেকে শান্ত রেখেছিলেন সাংসদ। নিজের এই অভিজ্ঞতাকে 'অভূতপূর্ব' বলে বর্ণনা করেছেন তিনি।