আজকাল ওয়েবডেস্ক: বাঘের খাঁচার সামনে দাঁড়িয়ে খুদে। আচমকাই ঘটল বিপত্তি। খুদের দিকেই হঠাৎ এগিয়ে আসে বাঘটি। খাঁচার ভিতর থেকে হাত বের করে টেনে ধরল তার জামা। বাঘের এই কাণ্ডে ভয় পাওয়া তো দূর অস্ত, খুদে যা করল, তা দেখেই রীতিমতো হেসে লুটোপুটি খেলেন নেটিজেনরা। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হু-হু করে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, একটি বাঘের খাঁচার সামনে দাঁড়িয়ে রয়েছে খুদে। বাঘ দেখে সে বেজায় খুশি। কিন্তু তারপরেই ঘটে বিপত্তি। বাঘটি তেড়ে এসে খুদের জামা টেনে ধরে। তখনই ভয়ে চেঁচিয়ে ওঠে খুদে। তবে বাঘের হামলায় সে আতঙ্কিত নয়। তার ভয়, জামাটি যদি ছিঁড়ে যায়, তবে মা তাকে ভীষণ বকাবকি করবেন। 

বাঘের খাঁচার সামনে দাঁড়িয়ে চিৎকার করে খুদে বলে ওঠে, 'ছেড়ে দাও আমায়। নয়তো মা ভীষণ বকবে। যদি দেখে আমার জামা ছিঁড়ে গেছে, তাহলে বকাবকি করবে। দয়া করে আমার জামাটা ছেড়ে দাও।' 

খুদের এমন কাতর অনুরোধে নেটিজেনরাও হতবাক। একজন লিখেছেন, 'খুদে বাঘের থেকেও মাকে বেশি ভয় পায়। তাই জন্য বাঘকে তুচ্ছ মনে করছে।' আবার একজন লিখেছেন, 'ভিডিও না তুলে খুদেকে বাঁচানো উচিত ছিল।'