আজকাল ওয়েবডেস্ক: চলতি বছরে সেপ্টেম্বর মাসেও থাকবে বর্ষা। দুটি নিম্নচাপের প্রভাবেই এই পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। শহরবাসীরা এই খবরে হয়তো খুশি হবেন। কিন্তু কৃষকরা কিন্তু এই খবরে প্রমাদ গুনছেন। এরফলে ক্ষতিগ্রস্ত হতে পারে এই সময়ে চাষ হওয়া চাল, পাট, সোয়াবিন, খাদ্যশস্য।
এই সমস্ত ফসল ঘরে তোলার এটাই তো সেরা সময়। সেখানে যদি বাড়তি বৃষ্টি হয় তবে এই সমস্ত ফসল মাঠেই নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এরফলে একটি বাড়তি সুবিধাও হবে কৃষকদের। আসন্ন শীতকালীন ফসলের ক্ষেত্রে তাঁরা বেশি খুশি হবেন। বেশি বৃষ্টির ফলে গম, যব চাষের জন্য মাটি অনেক বেশি উর্বর হয়ে যাবে।
আবহাওয়া অফিস জানিয়েছে সেপ্টেম্বর মাসে দুটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এরফলে বর্ষার লেট ইনিংস হবে। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ যেখানে গম, চিনি, চাল উৎপাদিত হয়। তবে এই অকালবষ্টি অনেকটাই ফসলের ক্ষতি করবে বলে মনে করা হচ্ছে। প্রধানত বর্ষার আগমন হয় জুন মাসে। সেপ্টেম্বরে বিদায় নেয় বর্ষা। তবে দেশের বেশ কয়েকটি রাজ্যে অক্টোবরের মাঝামাঝিও বর্ষার বৃষ্টি দেখা যায়। তবে এবার বর্ষার লেট ইনিংসের ফলে মাঠের ফসল নিয়ে চিন্তিত কৃষকরা।
