আজকাল ওয়েবডেস্ক: বৃন্দাবনে মন্দিরে পুজো দিতে গিয়ে মহাবিপত্তিতে এক দম্পতি। মন্দিরে ঢোকার মুখে তাঁদের টাকা, গয়না ভর্তি ব্যাগ ছোঁ মেরে পালিয়ে যায় বাঁদরের দল। কয়েক হাজার টাকা নয়, ২০ লক্ষ টাকার গয়না নিয়ে বাঁদর চম্পট দিতেই কান্নায় ভেঙে পড়েন তাঁরা। অবশেষে পুলিশ এসে সমস্যার সমাধান করে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে। পুলিশ জানিয়েছে, আলিগড়ের বাসিন্দা অভিষেক আগারওয়াল স্ত্রীর সঙ্গে পুজো দিতে এসেছিলেন। মন্দিরে ঢোকার মুখে যে বাঁদরের উৎপাত শুরু হয়, তা আগে থেকেই জানতেন তাঁরা। অভিষেকের স্ত্রী সমস্ত গয়না খুলে ব্যাগের মধ্যে রেখেছিলেন।
সেই ব্যাগ সঙ্গে করেই মন্দিরে ঢুকতে গিয়ে বিপত্তি। বাঁদরের দল এসে সেই ব্যাগটি নিয়েই পালিয়ে যায়। স্থানীয় দোকানদার, ভক্তরা ব্যাগটি উদ্ধারের চেষ্টা করেছিলেন। কিন্তু সকলেই হতবাক হয়ে যায় বাঁদরের কীর্তি দেখে। ব্যাগটি নিয়ে মুহূর্তের মধ্যে দূরে পালিয়ে যায়। দম্পতি এসে পুলিশের দ্বারস্থ হয়।
সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তদন্ত শুরু করে। মন্দিরের অদূরেই এক ঝোঁপ থেকে ব্যাগটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ব্যাগের মধ্যে ২০ লক্ষ টাকার গয়না ছিল। কোনও কিছুই খোওয়া যায়নি দম্পতি।
