আজকাল ওয়েবডেস্ক: গ্রামের মধ্যে ঘুরতে ঘুরতে আচমকা একদিন দল থেকে আলাদা হয়েছিল। সেই থেকে ওই গ্রামেরই একজন বাসিন্দা হয়ে উঠেছে 'রানি'। যে সংসারে একদিন লুকিয়ে ছিল, সেই সংসারের অন্যতম সদস্য সে এখন। 'রানি' নিছক একটি বাঁদর নয়, তাকে মানুষের মতোই আদর, যত্নে রাখেন বাড়ির সদস্যরা। এমনকী 'রানি'র কর্মকাণ্ড দেখতে রীতিমতো ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, উত্তরপ্রদেশের রায়বরেলির সাদওয়া গ্রামের বাসিন্দা বিশ্বনাথের পরিবারে গত আট বছর ধরে রয়েছে বাঁদরটি। তাকে সকলে 'রানি' নামে ডাকেন। আটবছর আগে এই গ্রামেই দলের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সে। তখন থেকেই বিশ্বনাথের পরিবারে ওতোপ্রতোভাবে জড়িয়ে গেছে 'রানি'। 

দীর্ঘ আট বছর মানুষের সঙ্গে থাকতে থাকতে, মানুষের মতোই আচার-আচরণ শিখে গেছে সে। এখন সে রুটি বানাতে পারে, বাসন মাজতে পারে, সকলের সঙ্গে বসে টিভি দেখে, মোবাইলে ভিডিও দেখে, কখনও কখনও বাড়ির কাজে সাহায্যও করে। 'রানি'র নানা কাণ্ড ভিডিও করে রেখেছিলেন বিশ্বনাথের ছেলে। সেটিই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। বর্তমানে 'রানি'র নানা কীর্তির ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বিশ্বনাথ জানিয়েছেন, শুরুতে 'রানি' মনখারাপ করে দিন কাটাত। এখন এটিই তার নিজের পরিবার বলে মনে করে সে। বাড়ির সব কাজে সাহায্য করে। 'রানি'কে পোষ্য নয়, সদস্য হিসেবেই মনে করেন তাঁরা।