আজকাল ওয়েবডেস্ক : পোল্যান্ড সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৪৫ বছর পর তিনি প্রথম প্রধানমন্ত্রী যিনি পোল্যান্ড সফরে গেলেন। পোল্যান্ড থেকে তিনি ইউক্রেন যাবেন। এই দুই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক যাতে ভাল হয় তা নিশ্চিত করতেই প্রধানমন্ত্রী এই সফর করছে বলে জানা গিয়েছে। 

 

ভারতের সঙ্গে এই দুই দেশের সম্পর্ক বিগত ৭০ বছর ধরে চলছে। এই দুই দেশের সঙ্গে বেশ কয়েকটি চুক্তি করা হবে বলেই খবর মিলেছে। এই দুই দেশে যেসব ভারতীয়রা বাস করেন তাঁদের সঙ্গে দেখা করে তাঁদের অবস্থা জানার চেষ্টা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

 

এদিন প্রধানমন্ত্রী বলেন, মধ্য ইউরোপের অর্থনীতি অনেকটা নির্ভর করে পোল্যান্ড এবং ইউক্রেন এই দুই দেশের ওপর। তাই এদের সঙ্গে ভারত আগামীদিনে আরও কাজ করতে চায়। তাই এই দুই দেশের সঙ্গে কথা হবে। 

 

পোল্যান্ড থেকে বিশেষ ট্রেন করে ইউক্রেন যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে গিয়ে তিনি দেখা করবেন প্রেসিডেন্ট জেলেনেস্কির সঙ্গে। এই প্রথম কোনও ভারতের প্রধানমন্ত্রী যাবেন ইউক্রেন। রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধ হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রীর এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল।