আজকাল ওয়েবডেস্ক: সামান্য মুত্র নাকি নিমেষে দূর করতে পারে সবরকম শারীরিক সমস্যা। এমনটাই দাবি এক বিদেশী মডেলের। তাঁর দাবিতে সহমত পোষণ না করলেও,সব যুক্তি একবারেই উড়িয়ে দেননি চিকিৎসকেরা।

সম্প্রতি ওই মডেলের বিস্ফোরক দাবি চর্চার বিষয় হয়ে উঠেছে। তাঁর কথায়, নিজের মুত্র পান করেই নাকি সুস্থ রয়েছেন । এ কাণ্ড তিনি দীর্ঘদিন ধরেই ঘটাচ্ছেন বলেই দাবি ওই ব্যক্তির।  এমনকি মুত্রকে তিনি রোগ নির্মূলকারী ওষুধের সঙ্গে তুলনা করে সংবাদমাধ্যমকে বলেন,  মূত্রতে স্টিমসেল এবং অ্যামাইনো অ্যাসিডের মতো  উপাদান রয়েছে।  এমনকি মূত্রে নানা ধরণের রোগ জীবানুর অ্যান্টিবডি তৈরি করার ক্ষমতা থাকে বলে দাবি বিদেশী ওই মডেলের। 

তাঁর প্রশিক্ষক তাঁকে এই পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন ওই ব্যক্তি। পাশাপাশি তিনি আরও জানান, তাঁর প্রশিক্ষক ক্যানসারে আক্রান্ত ছিলেন। ক্যানসারের হাত থেকে বাঁচতে প্রথমে তিনি কেমোথেরাপি নিলেও, পরে নিয়মিত মূত্র পান করতে শুরু করেন।

মুত্রের প্রথমের অংশ ফেলে দিয়ে, মাঝারি অংশ একটি পাত্রে ভরে, সময়মতো তা পান করে নেন বলে জানিয়েছেন তিনি। 

মূত্র পেটের সমস্যা-সহ ত্বকের সমস্যা দূর করতে পারেও বলে দাবি তাঁর।  যুক্তি খাড়া করে ওই ব্যক্তি আরও  বলেন, মূত্রতে প্রচুর পরিমাণে স্টিমসেলের উপস্থিতি রয়েছে যা খেলে মানবদেহে নতুন করে স্টিমসেল তৈরি হয়। ওই ব্যক্তির এই দাবি উড়িয়ে দিয়ে বিশেষজ্ঞরা  বলেন, শরীরের সমস্ত বর্জ্য পদার্থ মুত্র হিসেবে বের হয়। সুতরাং তা পুনরায় পান  করলে  বড়সড়  বিপত্তি ঘটতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তবে মুত্রে ইউরিয়ার উপস্থিতির প্রসঙ্গ তুলে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই যৌগ সংক্রমিত ত্বকে ব্যবহার করা হয়।