আজকাল ওয়েবডেস্ক: ফের বিতর্ক স্মার্টফোন নিয়ে। অভিযোগ স্মার্টফোন পড়ার কাজ বাদ দিয়ে অন্য কাজে বেশি ব্যবহার করছেন পড়ুয়ারা। বিতর্ক তেলেঙ্গানাজুড়ে। 

 

 

সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ বই পত্র ছেড়ে অনেক বেশি স্মার্টফোনের দিকে ঝুঁকেছেন। মূলত ১৪-১৬ বছর বয়সীদের মধ্যে বেড়েছে এই স্মার্টফোনের ব্যবহারের হার। সাম্প্রতিক গবেষণা বলছে, ৬১ শতাংশ লোক শিক্ষার কাজে এটিকে ব্যবহার করে। অন্যদিকে ৮২.৫০ শতাংশ লোক সামাজিক মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে স্মার্টফোন ব্যবহার করেন। এর ফলে পড়াশোনার ওপর এর প্রভাব পড়ছে। অভিভাবকদের বারংবার সচেতন করার পরও এ থেকে রেহাই মেলেনি। 

 

 

কোনও কোনও ক্ষেত্রে দেখা গিয়েছে অবাধ্য হয়ে উঠেছে শিশুরা। অভিভাবকদের কথার মান্যতা দিচ্ছেন না কেউ। সবচেয়ে বেশি প্রভাবিত তেলেঙ্গানা। ১৪-১৬ বছর বয়সী পড়ুয়াদের মধ্যে এর প্রভার সবচেয়ে বেশি। পড়ুয়াদের মধ্যে প্রায় শতকরা ৯৬ জনের বাড়িতে স্মার্টফোন রয়েছে। এর মধ্যে ইন্টারনেট ব্রাউজ করে ৮৪.৪ শতাংশ পড়ুয়া। স্মার্টফোন শুধুমাত্র অ্যালার্ম সেট করে রাখার কাজে ব্যবহার করেন ৮৯ শতাংশ পড়ুয়া। রিপোর্টে উঠে এসেছে ইউটিউব শেয়ার করে ৮৮.৬ শতাংশ পড়ুয়া। সবচয়ে বেশি ভিডিও শেয়ার করে থাকে পড়ুয়ারা। সংখ্যাটা প্রায় ৯৮.১ শতাংশ। মূলত আদিলাবাদ, করিমনগর, খাম্মাম, নিজামাবাদ, ওয়ারাঙ্গল প্রমুখ জেলায় এই সার্ভে করা হয়।