আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের শিবপুরীতে তখন সবেমাত্র শেষ হয়েছে। মঞ্চ থেকে নেমে মন্ত্রী জনসংযোগে ব্যস্ত। সেই সময়ই জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার চোখ পড়ে এক মহিলার দিকে! দেখেন প্যাকেট থেকে বার করে ওই মহিলা গুটখা মুখে নিলেন। এরপরই ওই মহিলার দিকে এগিয়ে আসেন কেন্দ্রীয় মন্ত্রী। হাসতে হাসতে সতর্ক করলেন মহিলাকে। যা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

গত বৃহস্পতিবার খানিয়াধানায় একটি অনুষ্ঠানে, জ্য়োতিরাদিত্য সিন্ধিয়া মহিলাকে গুটখা চিবোতে দেখে দ্বিধা না করে তাঁর দিকে এগিয়ে যান। মন্ত্রী মৃদু স্বরে বলেন, "আমি তোমাকে ধরে ফেলেছি! গুটখা খেও না বোন।" এরপর তিনি মহিলাকে তাঁর ব্যাগ থেকে গুটখার প্যাকেটটি বের করতে বলেন। মহিলা তা বের করে দিলে সেটি দলের সোকেদের হাতে দিয়ে ফেলে দিতে বলেন। 

পরিস্থিতি হালকা করতে, মন্ত্রী হাসিমুখে আরও বলেন, "হাসো, তোমার সুপারি আমি নিয়েছি বলে মন খারাপ করো না। খুশি হও এই ভেবে যে তোমার স্বাস্থ্য এখন নিরাপদ।" জ্যোতিরাদিত্যের কথা শুনে  জনতা হাসিতে ফেটে পড়ে।

 

?ref_src=twsrc%5Etfw">April 11, 2025

অনলাইনে আপলোড হওয়ার পর থেকে, ভিডিওটি অনেক ব্যবহারকারী ফের শেয়ার করেছেন। ইন্টারনেটের একটি অংশ সিন্ধিয়ার এই পদক্ষেপের প্রশংসা করেছেন।

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশজুড়ে সভা সমাবেশ করছেন। এই সপ্তাহের শুরুতে, তিনি মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে গোয়ালিয়রে একটি রেলওয়ে ওভারব্রিজের ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন। তিনি শিবপুরী এবং গুনায় বেশ কয়েকটি সমাবেশও করেছিলেন।