আজকাল ওয়েবডেস্ক: পরনে নীল সোয়েটার, জলপাই সবুজ জ্যাকেট। নকল গোঁফ এবং চোখে চশমা। এক্কেবারে অবিকল অরবিন্দ কেজরিওয়ালের বেশভূষায় সকাল সকাল আপ সুপ্রিমোর বাড়ির চত্বরে তাঁরই বেশে দেখা গেল এক শিশুকে। 

দিল্লি বিধানসভা নির্বাচনে দুরমুশ হতে হয়েছে আপ-কে। ২৭ বছর পর ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। খাতাই খুলতে পারেনি কংগ্রেস। শনিবার সকালে ভোটগণনা শুরু হওয়ার আগেই কেজরিওয়ালের বেশভূষা ধরে এক শিশু পৌঁছে যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাড়ি। মূলত আপকে সমর্থন জানাতে তাঁর মতো সেজেছিল ওই শিশু। শিশুটির নাম অভ্যান তোমার। তাঁর সাজ নজর কেড়েছিল সকলের। কেউ তাঁর দিক থেকে নজর সরাচ্ছিলো না। এতেই লাইমলাইটে চলে আসে অভ্যান। 

শিশুটির বাবা রাহুল তোমার সংবাদমাধ্যমকে জানান, আমরা প্রত্যেকবার ভোটগণনার দিন আসি কেজরিওয়ালকে সমর্থন জানাতে। আপ অভ্যানকে 'বেবি মাফলার ম্যান' নাম দিয়েছে।