আজকাল ওয়েবডেস্ক: পেট্রোল এবং ডিজেল অত্যন্ত দাহ্য পদার্থ। তাই পেট্রল পাম্পগুলিতে দুর্ঘটনার হাত থেকে বাঁচতে বেশ কিছু সতর্কতা অবলম্বন করে চলা হয়। সেখানে আগুন জ্বালানো, ফোন ব্যবহার এবং ধূমপানও নিষিদ্ধ। এত নিষেধাজ্ঞা সত্ত্বেও অনেকেই নির্বোধের মতো এমন কিছু কাজ করে ফেলেন যার ফলে আরও অনেককে বিপদের সম্মুখান হতে হয়।
সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে, পেট্রল পাম্পের মধ্যেই আগুন জ্বেলে হাত সেঁকছেন কয়েকজন ব্যক্তি। ওই ব্যক্তিদের কার্যকলাপে নিন্দার ঝড় উঠেছে সমাজমাধ্যমে। এক্স (সাবেক টুইটার)-এ ভিডিওটি শেয়ার করেছেন এক ব্যবহারকারী।
Pura Highway samaj Dara hua hai ???????? pic.twitter.com/y38sB1lWGw
— Ankit (@terakyalenadena)Tweet by @terakyalenadena
ভিডিওটি ছড়িয়ে পড়তেই সরব হয়েছেন সকলে। একজন লিখেছেন, ''এসব পাগলামো ছাড়া কিছুই নয়। সকলের জন্য বিপদের সৃষ্টি করছেন ওঁরা।'' অন্য এক ব্যবহারকারী লিখেছেন, ''এই ধরনের গাফিলতি মেনে নেওয়া যায় না। তাঁরা বুঝতে পারছেন পান থেকে চুন খসলে কী হতে পারে।'' একজন লিখেছেন, ''পাম্পটির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই ব্যক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া দরকার।'' অনেকে তো আইনি পদক্ষেপের পরামর্শও দিয়েছেন।
এখনও পর্যন্ত আড়াউ লক্ষ বার দেখা হয়েছে ভিডিওটি। কোথাকার ভিডিও বা কবে তোলা হয়েছে তা জানা না যায়নি এখনও পর্যন্ত।
