আজকাল ওয়েবডেস্ক: বিয়ের ১২ দিনের মাথায় রাজা রঘুবংশীকে খুনের কথা স্বীকার করলেন স্ত্রী সোনম রঘুবংশী। মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে রাজাকে খুনের পরিকল্পনা করেছিলেন তিনি। বুধবার পুলিশি জেরায় রাজাকে খুনের ঘটনাটি স্বীকার করে নিয়েছেন তিনি। 

একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার মেঘালয় পুলিশ সোনমকে জেরা করে। সিটের জেরা চলাকালীন খুনের ঘটনাটি স্বীকার করে নিয়েছেন সোনম। রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে অভিযুক্ত সোনম রঘুবংশী, রাজ কুশওয়াহা সহ মোট পাঁচজনকে আদালতে পেশ করবে পুলিশ। 

প্রসঙ্গত, ১১ মে ইন্দোরে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজা ও সোনম। ২০ মে মধুচন্দ্রিমার জন্য মেঘালয়ের উদ্দেশে রওনা দেন তাঁরা। ২৩ মে থেকে নবদম্পতির আর খোঁজ পায়নি পরিবার। ২ জুন মেঘালয়ের পাহাড়ি খাদে রাজার দেহ উদ্ধার করে পুলিশ। দীর্ঘ তল্লাশি চালিয়েও সোনমের খোঁজ পাওয়া যায়নি। অবশেষে ৮ জুন গভীর রাতে উত্তরপ্রদেশের গাজিপুর থেকে নিখোঁজ সোনমকে গ্রেপ্তার করে পুলিশ। 

মেঘালয় পুলিশ আগেই জানিয়েছিল, সোনম রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত। প্রেমিক রাজের সঙ্গে মিলে রাজাকে খুনের পরিকল্পনা করেছিলেন। তিন বন্ধুকে ভাড়াটে খুনি হিসেবে কাজে লাগিয়েছিলেন রাজ। তাঁরাই মেঘালয়ে গিয়ে রাজাকে খুন করেন। পরিবারের চাপে রাজাকে বিয়ে করেছিলেন সোনম। রাজের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। সেই বিয়ের পরেই স্বামীকে খুন করে চরম পদক্ষেপ করেছেন সোনম।