আজকাল ওয়েবডেস্ক: দিনে দিনে নতুন তথ্য। একদিকে তদন্তে নেমে একের পর এক তথ্য সামনে আনছেন তদন্তকারী আধিকারিকরা। অন্যদিকে পরিবারের সদস্যরাও বিস্ফোরক তথ্য দিচ্ছেন সংবাদ মাধ্যমে। ইতিমধ্যেই সোনম-রাজার বিয়ের দিন, মধুচন্দ্রিমা, কীভাবে খুনের পরিকল্পনা? সেসব তথ্য সামনে এসেছে। এবার জানা গেল, কিভাবে বিয়ে হয়েছিল দু’ জনের।
সোনম-রাজার পরিচয় কীভাবে? সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, রাজার তুতো ভাই অর্পিত জানিয়েছেন সবটা। জানিয়েছেন সোনম এবং রাজার পরিবার আগে থেকে একে অপরকে চিনত না। ছেলের জন্য পাত্রী খুঁজছিল রঘুবংশী পরিবার। একটি অ্যাপে অর্থাৎ ম্যাট্রিমনি সাইট থেকেই পছন্দ করা হয় সোনমকে। বিয়ের আগে, দুই পরিবার একাধিকবার দেখা-সাক্ষাৎ করে।
একই সঙ্গে তিনি জানিয়েছেন, বিয়ে ঠিক হওয়ার পর, ফোনে বারবার সোনমের সঙ্গে কথা বলার চেষ্টা করতেন রাজা। তবে ভাইয়েদের জানিয়েছেন, হবু স্ত্রীর সঙ্গে ফোনে ঠিকঠাক কথা বলতে পারছেন না। সোনম নাকি এত ব্যস্ত থাকতেন বেশিরভাগ সময়, বিয়ের জন্যই আলোচনার সময় পেতেন না রাজা। তবে সোনমকে এই ধরনের কোনও ঘটনা ঘটাতে পারে, তা ভাবতেও পারেননি পরিবারের কেউ।
অন্যদিকে সোনমের দাদারা জানিয়েছেন, তাঁরা তাঁদের বোনের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, সোনমের দাদা গোবিন্দ এদিন রাজার পরিবারের সঙ্গে দেখা করে বলেন, যদি তাঁদের বোন দোষী সাব্যস্ত হয়, তাহলে ফাঁসি হলেও, পরিবার কিছু বলবে না।
