আজকাল ওয়েবডেস্ক: ইন্টারনেটের যুগে দিনের বেশিরভাগ সময়ে টেলিভিশন, ল্যাপটপ, মোবাইল ফোনেই মগ্ন থাকে শিশুরা। কখনও গেম খেলা, কখনও বা রিল ভিডিও বানানোয় আগ্রহ অধিকাংশের। এই সময়কালে পাঁচ বছরের এক শিশুর আগ্রহ রান্না নিয়ে। পড়াশোনা, স্কুলের সময়টুকু বাদে দিনের বেশিরভাগ সময় কাটায় রান্নাঘরে। তার রান্না করা খাবার খেয়ে চমকেও যান পরিবারের সদস্যরাও। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, পাঁচ বছরের শিশুটির নাম, অথর্ব। মাইসুরুর বাসিন্দা সে। পড়াশোনা বাদ দিয়ে তাঁর আগ্রহ রান্না করায়। রান্নাঘরে মায়ের পাশে বসে থাকেন দীর্ঘক্ষণ। কীভাবে মা রান্না করেন, কোন পদে কী কী মশলা দেন, কতক্ষণ লাগে একটি পদ রাঁধতে সব খুঁটিনাটি শিখেছে সে। মা'কে দেখে, মায়ের কাছে রেসিপি শুনেই বর্তমানে নানারকমের পদ সে রান্না করে পারে। 

 

অর্থবের মা বিদ্যা জানিয়েছেন, শিশুর মূল আগ্রহ নানারকমের পদ রান্না করা। বর্তমানে পোলাও, ধোসা, রুটি, ইডলি রান্না করতে পারে সে। একাধিকবার রান্না করে পরিবারের সকলকে খাইয়েছে। অর্থবের রান্না করা পদের অতুলনীয় স্বাদ। যা খেয়ে সকলেই প্রশংসায় ভরিয়ে দেন। 

 

সম্প্রতি একাধিক নিরামিষ পদ শিখছে সে। সারাদিন দেখতে দেখতে চটজলদি শিখেও যায়। বাবা-মা দু'জনেই প্রদীপের ব্যবসা করেন। অল্প আয়েই সংসার চালাতে হয়। পড়াশোনা শেষ করে অর্থব যদি শেফ হতে চায়, তাতে কোনও আপত্তি নেই তাঁদের।