আজকাল ওয়েবডেস্ক: ভারতের সবচেয়ে ভাইরাল এবং বিখ্যাত শিক্ষকদের মধ্যে একজন খান স্যার বর্তমানে তাঁর বিবাহের কারণে খবরের শিরোনামে রয়েছেন। তিনি ভারতের একজন সুপরিচিত শিক্ষক এবং ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর যিনি শিক্ষার্থীদের কম খরচে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত করার জন্য পরিচিত। 

তাঁর ইউটিউব চ্যানেল 'খান জিএস রিসার্চ সেন্টার'-এর ২৪ মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তার ভিডিওগুলি কারেন্ট অ্যাফেয়ার্স, অঙ্ক এবং রাজনীতির মতো বিষয়গুলির উপর ভিত্তি করে তৈরি। তিনি পাটনার একটি ছোট কোচিং সেন্টারে মাত্র ছয় জন ছাত্র নিয়ে শুরু করেছিলেন। কিন্তু খান স্যার এখন তিনি দেশের সবচেয়ে ভাইরাল শিক্ষক। তাঁর অনন্য এবং হাস্যকর শিক্ষাদানের ধরণ শিক্ষার্থীদের মধ্যে খুবই জনপ্রিয়।

জানা গিয়েছে, ৬ মে থেকে ১০ মে পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘর্ষে অপারেশন সিঁদুর অভিযান চলাকালীন খান স্যার একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে সেরেছিলেন। লাইভ ক্লাস করানোর সময় শিক্ষার্থীদের এই কথাটি জানিয়েছিলেন তিনি।

গত ২ জুন বিহারের পাটনায় তিনি তাঁর স্ত্রীর সঙ্গে প্রথমবার জনসমক্ষে উপস্থিত হন। এই প্রথমবার মানুষ কনেকে দেখার সুযোগ পান। কনের নাম এ এস খান। রিসেপশনেও খান স্যার নিশ্চিত করেছিলেন যে তাঁর স্ত্রীর গোপনীয়তার যেন বজায় থাকে। স্ত্রীর মুখের বেশিরভাগ অংশ লাল ওড়না দিয়ে ঢাকা ছিল।

রিসেপশনের সময় কনের পরনে একটি লাল লেহেঙ্গা, একটি সবুজ রঙের দোপাট্টা ছিল। অন্য একটি লাল দোপাট্টা দিয়ে তাঁর মুখ ঢেকে রাখা হয়েছিল। তবে, তাঁর মায়াবী হাসি ঘোমটার আড়ালেও সকলের চোখে পড়েছে। যা নেটিজেনদের মন জয় করে নিয়েছে।

জানা গেছে যে এ এস খান বিহারের সিওয়ানের বাসিন্দা এবং তাঁর স্বামীর মতোই উচ্চশিক্ষিত। তিনি ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন (আইএসসিই) সার্টিফাইড স্কুলে পড়াশোনা করেছেন। তাঁর শিক্ষাগত যোগ্যতার বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।

পাটনায় পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন খান স্যর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিহারের রাজ্যপাল আরিফ মহম্মদ খান, বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, বিরোধী দলনেতা তেজস্বী যাদব, শিক্ষামন্ত্রী সুনীল কুমার, শিল্প ও পর্যটনমন্ত্রী নীতিশ মিশ্র প্রমুখ। তিনি ৬ জুন তাঁর ছাত্রদের জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে চলেছেন।