আজকাল ওয়েবডেস্ক: মিরাট মার্ডার কেস। এখনও রেশ কাটেনি সৌরভ খুনের। বরং দেশের নানা প্রান্তে এর প্রভাব পড়েছে। গত কয়েকদিনে নানা জায়গায় সঙ্গীকে ‘মেরে ড্রামে ভরে দেব’ হুমকি দিয়েছে সঙ্গীরা, অভিযোগ তেমনটাই। কেউ আবার সৌরভের মতো পরণতি চাননি বলে, স্ত্রীর বিয়ে দিয়ে দিয়েছেন প্রেমিকের সঙ্গে। ফের একবার হাড়হিম হত্যাকাণ্ড মিরাটে। 

সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, মিরাটে শুধু স্বামীকে খুন নয়, প্রমাণ লোপাটের জন্য আরও ভয়াবহ পদক্ষেপ নিয়েছিল স্ত্রী। ঠিক কী ঘটেছিল? মিরাটের বাহসুমা থানা এলাকার দিনমজুর অমিত। নিজের ঘরেই তাঁর রহস্যমৃত্যু ঘটে। একটি ভিডিও ভাইরাল হয়, তাতে দেখা যায়, একটি সাপ বারবার ছোবল মারছে অমিতের শরীরে।

প্রাথমিকভাবে ধরে নেওয়া হয়, অমিতের মৃত্যু হয়েছে সাপের কামড়েই। তবে ঘটনার মোড় ঘুরে যায় ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই। তাতে দেখা যায়, সাপের ছোবল, বিষক্রিয়ায় নয়, অমিতের মৃত্যু হয়েছিল শ্বাসরোধের কারণে। 

পুলিশ অমিতের স্ত্রী রবিতাকে জেরা চালায় দফায় দফায়। সেখানেই অমিতের স্ত্রী স্বীকার করে, প্রেমিকের সহায়তায় স্বামীকে খুন করেছে। শ্বাসরোধ করে খুনের পর, দেহের উপর সাপ ছেড়ে দেয় তারা। যাতে খুনের ঘটনা প্রকাশ্যে না আসে কোনওভাবেই। ওই সাপটি হাজার টাকা দিয়ে কিনেছিল বলেও স্বীকারোক্তিতে জানিয়েছে সে। রবিতা এবং তার প্রেমিক অমরদ্বীপকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।