আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার মোদি সরকারের তৃতীয় দফার প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। বাজেট পেশের পর থেকেই বিরোধীরা সুর চড়িয়েছে। অভিযোগ, এই বাজেট জোট শরিকদের বাজেট, দেশের নয়। মঙ্গলবারই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়ে দিয়েছিলেন, সংসদে দলের হয়ে সুর চড়াবেন তিনি। 

বুধবার অভিষেকের প্রবল কটাক্ষ নজর কাড়ল সবপক্ষের। একদিকে অভিষেকের বক্তব্যে রইল নিট দুর্নীতি, মোদি গ্যারান্টি, বাংলার প্রতি বঞ্চনা, কৃষকদের কথা, নোটবন্দী, একইসঙ্গে রইল শাহরুখের সংলাপ। অভিষেকের বক্তব্যের সমর্থনে-বিরোধিতায় দফায় দফায় উত্তাল হল সংসদের নিম্নকক্ষ। 


এদিন একগুচ্ছ বিষয় নিয়ে সুর চড়ান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি। বাজেট অধিবেশনে তাঁর প্রথম বক্তব্যে অভিষেক বললেন, বাতিল হওয়া তিন কৃষি আইন নিয়ে কোনও আলোচনা হয়নি সংসদের নিম্নকক্ষে। কৃষি বিল পাশ হয়েছিল কীভাবে, সেই প্রসঙ্গ তুলে আনেন তিনি। 'বাজেট' শব্দের ব্যাখ্যা করেন। অভিষেকের মতে, বাজেটে বি হল বিট্রেয়াল, ইউ হল আনএমপ্লয়মেন্ট, ডি হল ডিপ্রাইভ, জি হল গ্যারান্টি, ই হল ইক্সেন্ট্রিক, টি হল ট্র্যাজেডি। বাজেটে বাংলাকে বঞ্চনা করা হয়েছে, সে প্রসঙ্গে সরব হন অভিষেক। বলেন, শরিকদের তুষ্ট করতেই এই বাজেট মোদি সরকারের, আদতে বঞ্চিত হল গোটা দেশ।

আক্রমণাত্মক ভঙ্গিতে পরপর আক্রমণ করলেন কেন্দ্র সরকারকে। সরকারের গত ১০ বছরের পরিসংখ্যান তুলে ধরেন অভিষেক। নোটবন্দী সহ একাধিক পুরনো প্রসঙ্গ তুলে আনেন এদিন। সংসদে দাঁড়িয়ে একে একে মনে করিয়ে দিলেন রাম মন্দিরের ছাদ থেকে জল পড়া, অটল সেতুতে ফাটল ধরা, মণিপুরের হিংসা, শ্রমিকদের সুড়ঙ্গে আটকে পড়া-সহ পরপর ঘটে যাওয়া ঘটনাবলী। 

উল্লেখ্য, এদিন বক্তব্য রাখার সময় বাদানুবাদে জড়িয়ে পড়েন অভিষেক-সৌমিত্র। অভিষেক বক্তব্য রাখার সময় তাঁকে একবার থামিয়েও দেন স্পিকার। কৃষি বিল পাশ প্রসঙ্গে অভিষেক বলেন কোনও আলোচনা ছাড়াই ওই বিল পাশ হয়েছে। স্পিকার জানান, সাড়ে পাঁচ ঘণ্টা ধরে সংসদে আলোচনা হয়েছে। বলেন, 'স্পিকার যখন কথা বলেন, ঠিক বলেন।' অভিষেক জবাবে জানান, 'আমি যখন কথা বলি, ভুল বলি না।'

অভিষেক বলেন, প্রধানমন্ত্রী যে তৃতীয় দফায় কুরশিতে রয়েছেন, সেটি আদতে ধার করা সময়ে রয়েছেন। তারপরেই শাহরুখের সংলাপ শোনা যায় অভিষেকের মুখে। সংসদে দাঁড়িয়ে বললেন, 'কুরশি কা পেটি বাঁধ লিজিয়ে, মওসম বদলনে ওয়ালা হ্যায়। '